হাড়ের ব্যাঙ্ক চালু হলে, এটি নানা দুর্ঘটনা বা চিকিৎসা সংক্রান্ত জটিল পরিস্থিতিতে রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে যাদের হাত বা পা ভেঙে গেছে, অথবা ক্যান্সার বা সংক্রমণের কারণে হাড় কেটে বাদ দিতে হয়েছে, তাদের ক্ষেত্রে সংরক্ষিত হাড় প্রতিস্থাপন জীবন রক্ষাকারী ভূমিকা নিতে পারে।
২৫০ কোটির প্রাসাদ! গুঁড়িয়ে দিল বুলডোজার… ধংসস্তূপে মিলল ‘গভীর জলের মাছ’! কে জানেন?
advertisement
রেলযাত্রীদের জন্য সুখবর! ২২ অগাস্ট থেকে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন! কোন রুটে দেখে নিন
এই ব্যাঙ্কের মাধ্যমে সংরক্ষিত হাড় ব্যবহার করে রোগীদের দুটি ধরণের চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব হবে। এক, দুর্ঘটনা বা আঘাতজনিত হাড় ভাঙার ক্ষেত্রে প্রতিস্থাপন। দুই, চিকিৎসা সংক্রান্ত কারণে কেটে ফেলা হাড়ের পুনর্বাসন।
শম্ভুনাথ পন্ডিত হাসপাতালের ডিরেক্টর পাঠানো প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, যে বর্তমান পরিকাঠামো ও বিদ্যমান চিকিৎসা দল ও লোকবল ব্যবহার করেই এই হাড়ের ব্যাঙ্ক গড়ে তোলা হবে। ব্যাঙ্ক চালু হলে পূর্ব ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় এটি চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই ব্যাঙ্ক রোগীর পুনর্বাসন প্রক্রিয়াকে দ্রুততর করবে এবং আঘাতজনিত ও জটিল হাড় সংক্রান্ত চিকিৎসায় উচ্চমানের সুবিধা প্রদান করবে। শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে হাড়ের ব্যাঙ্ক গড়ে ওঠার ফলে, ভবিষ্যতে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের রোগীরা স্থানীয় চিকিৎসা সুবিধার সুবিধা পাবেন, যা আগে অন্যান্য রাজ্য বা শহরে যাতায়াত করতে হত।