নাম জয় ভট্টাচার্য৷ অভিজিতের ছোট ছেলে৷ নেহাতই মজার ছলে এই গান গেয়েছেন তিনি৷ বাবার শোয়ে এসে খুব উপভোগ করছিলেন জয়৷ তাই হঠাৎই উঠে পড়েন মঞ্চে৷ চলতে চলতে ছবিতে অভিজিতের জনপ্রিয় গান 'সুনো না সুনো না' গাইতে শুরু করেন তিনি৷ হাততালিতে মুখরিত হয় চারিদিক৷ বাবা অভিজিৎও কিছুটা অবাক হয়ে যান ছেলের গান শুনে৷ উচ্ছ্বসিত হয়ে পড়েন৷ তারপর বাবা-ছেলে দু’জনে একসঙ্গে মনরঞ্জন করেন উপস্থিত দর্শকদের৷ বাবা নিজেও শেয়ার করেন ছেলের গানের ভিডিও৷
advertisement
আরও পড়ুন জিতেছিলেন 'মিস বিকিনি'র খেতাব, এবার সেই বিকিনিও খুললেন মডেল! রইল ছবি
ছোট থেকেই বাড়িতে ছিল গানের পরিবেশ৷ জয় নিজেও অনেক ছোট থেকে গান শিখেছেন৷ ১২ বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন তিনি৷ তারপর একটি ব্যান্ডের সদস্যও ছিলেন তিনি, যেখানে ড্রাম বাজাতেন জয়৷ তবে তিনি মজা করেই গান গেয়েছেন সবসময়৷ তার প্যাশন অভিনয় করা৷ নিউইয়র্কের লি স্ট্রাসবার্গ থেকে অভিনয়ে প্রশিক্ষণ নিয়েছেন৷ আপাতত গান গেয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন জয় ভট্টাচার্য৷ নিজেও ছেলের ভিডিও নিজেও শেয়ার করেছেন অভিজিৎ৷ শুনে নিন সেই বাবা-ছেলের ডুয়েট সেই গান৷