শুক্রবার রাতে হঠাৎ কেঁপে উঠল কেষ্টপুরের হানাপাড়া। এই পাড়ারই বাসিন্দা কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার দেবাশিস রায়ের বাড়িতে বিস্ফোরণ হয়। গুরুতর আহত হন অফিসারের স্ত্রী সাথী রায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপতালে ভরতি করা হয়।
দেবাশিসবাবুর দাবি, শুক্রবার রাতে তাঁর স্ত্রী গ্যাস জ্বালতে গেলেই বিপত্তি হয়। শব্দ শুনে রান্নাঘরে ছুটে যান তিনি ও তার শ্যালক। জল আনতে গিয়ে বাথরুমে পড়ে যান দেবাশিসবাবু। অগ্নিদগ্ধ অবস্থায় সাথী রায়কে উদ্ধার করেন তাঁরই ভাই পার্থ দে।
advertisement
কিন্তু আগুন লাগার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি মনে হলেও শনিবার দেখা যায়, রান্নাঘরে অক্ষত গ্যাস সিলিন্ডার। তবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বাড়ির বাকি তিনটে ঘর।
রাত দশটার সময় ঘটনা ঘটলেও বাগুইআটি থানাকে খবর দেওয়া হয় রাত তিনটে নাগাদ। তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শনিবার দুপুরে দেবাশিসের বাড়িতে আসেন রাজ্য গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ঘটনাস্থলে আসে ফরেনসিকও।