মূলত বাংলার সাংগঠনিক ভিত বুঝে নেওয়ার চেষ্টা নিতিন নবীনের। এছাড়া এসআইআর চলাকালীন বঙ্গের পরিস্থিতি এবং এসআইআর পরবর্তী বাংলায় তার প্রভাব সম্পর্কেও আলোচনা হতে পারে আজকের বৈঠকে।
advertisement
আগামীকাল সকালে দুর্গাপুরের ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেবেন নিতিন নবীন। তারপরেই দুর্গাপুরে চিত্রালয় মেলা মাঠে বর্ধমান বিভাগের কর্মী সম্মেলনে অংশ নেবেন তিনি। পরবর্তীতে দুপুরে রানীগঞ্জে আসানসোল জেলা কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপি মূলত রাঢ়বঙ্গ এবং তৎসংলগ্ন জেলাকে নিজেদের শক্ত জমি বলেই মনে করে।
আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা ঝরে? কোন সমস্যার লক্ষণ? এখনই জানুন
তবে ‘২৪ এর লোকসভা নির্বাচনের পর সেই ভিত কিছুটা আলগা হয়েছে বলেই দাবি সূত্রের। ২৬ শে নির্বাচনের আগে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সংলগ্ন এলাকার বিধানসভা ভিত্তিক কর্মীদের মনোবল বাড়াতে বার্তা দিতে পারেন নিতিন নবীন। পাশাপাশি কর্মীদের সঙ্গে কথা বলে মূলত রুট লেভেলের সাংগঠনিক শক্তি বুঝে নেওয়ার চেষ্টা দিল্লি বিজেপির।
