বুধবার লক্ষ্মীপুজোর দিন সব্যসাচী দত্তের সল্টলেকের বাড়িতে দেখা মেলে অঞ্জনা বসুর। পুজোর সময় সদ্য তৃণমূলে ফিরে যাওয়া নেতার বাড়িতে বিজেপি নেত্রীর এহেন উপস্থিতিই শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি আবারও ভাঙন ধরতে চলেছে গেরুয়া শিবিরে। গত বিধানসভা নির্বাচনে তারকা মুখের উপর অনেকাংশেই নির্ভর করেছিল বিজেপি। সেই সূত্রেই অঞ্জনা বসুকে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে টিকিট দেয় গেরুয়া শিবির। কিন্তু তৃণমূলের তারকা মুখ, অভিনেত্রী লাভলি মৈত্রর কাছে হেরে যান অঞ্জনা। তারপর থেকে বিজেপি-র হয়েও বিশেষ দেখা যায়নি তাঁকে।
advertisement
আরও পড়ুন: চিটচিটে! অজানা কী চলে এল রাস্তায়? চরম আতঙ্ক বর্ধমানে, উৎস খুঁজছে পুলিশ
এরপর হঠাৎই সব্যসাচী দত্তের বাড়িতে দেখা মিলল অঞ্জনার। তারপর থেকেই শুরু জল্পনা। এবার কি তৃণমূলে আসতে চলেছেন অঞ্জনা বসু? এ বিষয়ে অবশ্য তিনি বা সব্যসাচী দত্ত এখনও মুখ খোলেননি। তবে, জল্পনা তাতে থেমে থাকছে না। বিধানসভা ভোটের আগে টলিউডের একঝাঁক মুখকে দলে নিয়েছিল বিজেপি। তাঁদের মধ্যে যশ, শ্রাবন্তী, পার্নো, পায়েলদের মতো অঞ্জনা বসুকেও টিকিট দেয় গেরুয়া শিবির। বাকিদের মতো তিনিও হেরে যান। ভোটের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ক্রমশ তারকা-হীন হয়ে যাচ্ছে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশে। ইতিমধ্যেই সুমন বন্দ্যোপাধ্যায়ের মতো টিভির মুখ দল ছেড়েছেন। এরই মধ্যে সব্যসাচী দত্তের বাড়িতে অঞ্জনার আগমন নতুন জল্পনার দিয়ে দিল।