গতবারের তুলনায় ভোটের হার বাড়লেও, আসন কমেছে তৃণমূলের। থাবা বসিয়েছে বিজেপি। কী কৌশলে জোড়াফুলের গড়ে হানা দিল পদ্ম? গেরুয়া শিবিরের উত্থানকে কীভাবে দেখছে জোড়াফুল শিবির?
ভোটপ্রচারে গিয়ে নানা আশঙ্কার কথা বারবার তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যালোচনা বৈঠকেও তৃণমূল নেত্রীর কথায় উঠে এল সেই তত্ত্ব। তাঁর অভিযোগ, গত পাঁচ মাস ধরে বিজেপির হয়েই কাজ করে গিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
ভোটের আগে থেকেই ইভিএমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিজেপির বিপুল জয় যেন সেই আগুন উসকে দিয়েছে। তৃণমূল নেত্রীর অভিযোগ, আগে থেকেই প্রোগ্রামিং করা ছিল ইভিএম।
মমতার মতে, ভোটে এরাজ্যে ধর্মীয় মেরুকরণের তাসকেই মূল হাতিয়ার করেছিল বিজেপি।
গত বেশ কয়েকটি নির্বাচনেই ক্ষয়িষ্ণু বামেরা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় তাদের ভোট কুড়ি শতংশের বেশি কমেছে। আর ঠিক ততটুকু ভোট বাড়িয়েই বাংলায় কেল্লা ফতে বিজেপির। তা নিয়েও বামেদের বিঁধেছেন তৃণমূল নেত্রী।
ভোটে বাহিনী-সহ নানা সরকারি প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে বিজেপি টাকা ছড়িয়েছে বলেও অভিযোগ মমতার।
গতবারের তুলনায় বারোটি আসন কম। কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নামার বার্তা দিয়েছেন দলনেত্রী।