TRENDING:

BJP to send letters to families attached with TMC in Bhabanipore: ভবানীপুরে তৃণমূলের কর্মী, সমর্থকদের বাড়িতেও চিঠি দেবে বিজেপি! শেষ লগ্নে নতুন কৌশল

Last Updated:

ইভিএম-এর চিহ্ন দেওয়া এই চিঠিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মূলত তিনটি বিষয়কে হাতিয়ার করেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (BJP to send letters to families attached with TMC in Bhabanipore)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৃহস্পিতবার ভবানীপুরে উপনির্বাচন (Bhabanipore By Election)৷ ইতিমধ্যে প্রচারের সময়সীমাও শেষ হয়েছে৷ কিন্তু শেষ বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার লক্ষ্যে নতুন কৌশল নিল বিজেপি (BJP)৷ ভবানীপুরে প্রতিটি পরিবারকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির৷ প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) আবেদন হিসেবেই ভোটারদের কাছে এই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে৷ অন্যান্য পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকায় যাঁরা বরাবর তৃণমূলের কর্মী, সমর্থক রয়েছেন, তাঁদের বাড়িতেও এই চিঠি পৌঁছে দেওয়া হবে বলে বিজেপি সূত্রে খবর (BJP to send letters to families attached with TMC in Bhabanipore)৷
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷
advertisement

ইভিএম-এর চিহ্ন দেওয়া এই চিঠিতে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরুদ্ধে মূলত তিনটি বিষয়কে হাতিয়ার করেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)৷ প্রথমত দাবি করা হয়েছে, ভবানীপুরের ভোটের (Bhabanipore By Election) ফলে সরকার বদল না হলেও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বদল হবে৷ সেক্ষেত্রে রাজ্যে দুর্নীতি কিছুটা হলেও কমবে৷ চিঠিতে লেখা হয়েছে, 'ভবানীপুরের নির্বাচন পরিবর্তনের ভোট না হলেও এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই নির্বাচনে আপনার একটি ভোট পশ্চিমবঙ্গের মানুষের দুর্নীতির ভোগান্তি একটু হলেও কমাতে পারে৷'

advertisement

আরও পড়ুন: এখনই উত্তর প্রদেশ নয়, ত্রিপুরা- গোয়ার মতো ছোট রাজ্যই প্রথম টার্গেট তৃণমূলের: ডেরেক

চিঠিতে আরও দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী পরাজিত হলে শাসক দল এবং প্রশাসনের অন্দরেও দুর্নীতি করার প্রবণতা কিছুটা কমবে৷ সবশেষে বিজেপি প্রার্থী দাবি করেছেন, মুখ্যমন্ত্রী জয়ী হলে তিনি ভবানীপুরের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন৷ কিন্তু তিনি সবসময় ভবানীপুরের বাসিন্দাদের পাশে থাকবেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী৷

advertisement

গেরুয়া শিবির সূত্রে খবর, দলীয় রং মত নির্বিশেষে প্রায় চল্লিশ হাজার পরিবারকে চিঠি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কিন্তু সময়ের অভাবে শেষ পর্যন্ত তা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে৷ বিজেপি নেতারা অবশ্য দাবি করছেন, পরিবারের কেউ তৃণমূলের নেতা কর্মী হলেও তাঁদের বাড়িতে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে এই চিঠি পৌঁছে দেওয়া হবে৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর আবেদনপত্রও ভবানীপুরের ভোটারদের কাছে পৌঁছে দিয়েছে তৃণমূল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভোটারদের বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দেওয়া আসলে বামেদের পুরনো কৌশল৷ ইদানিং অবশ্য সব রাজনৈতিক দলই ভোট প্রচারে পত্রবার্তাকে হাতিয়ার করেছে৷ বাদ যায়নি বিজেপি-ও৷ লক্ষ্যণীয় ভাবে ভবানীপুরে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে শেষ মুহূর্তে নিঃশব্দেই আক্রমণের ঝাঁঝ বাড়ালো গেরুয়া শিবির৷ যদিও এতে কাজের কাজ কতটা হয়, ভোটের ফলেই তা বোঝা যাবে৷ কারণ ভবানীপুরে মুখ্যমন্ত্রীর জয়ের মার্জিন নিয়েই বেশি ভাবছে তৃণমূল শিবির৷ ভোট দানের হার যাতে না কমে, প্রচারে গিয়ে বার বার সেই আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP to send letters to families attached with TMC in Bhabanipore: ভবানীপুরে তৃণমূলের কর্মী, সমর্থকদের বাড়িতেও চিঠি দেবে বিজেপি! শেষ লগ্নে নতুন কৌশল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল