সুকান্ত মজুমদার এও বলেন, ‘‘একদফায় ভোট হলে একসঙ্গে ৮২২ কোম্পানি বাহিনী দিতে হবে কেন্দ্রকে। যা কেন্দ্র সরকারের পক্ষে মনে হয় দেওয়া সম্ভব নয়। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে পাঁচ দফায় ভোট হয়েছিল। বাহিনীর হিসেব ৮০০ কোম্পানি ছিল।’’ তাই এক দফা ভোটে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি লেখা প্রসঙ্গে এবার কমিশনের আদালতে গিয়ে একাধিক দফায় পঞ্চায়েত ভোটের দাবি জানানো উচিত বলে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার।
advertisement
আরও পড়ুন– ‘ওরা যত পারে তত দিক…’ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্য পুলিশে আস্থা নেই, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই পঞ্চায়েত ভোট করতে হবে। প্রথম থেকেই এই দাবি জানিয়ে আসছে বঙ্গ বিজেপি-সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে কমিশন রাজ্য পুলিশেই আস্থা রেখে পঞ্চায়েত ভোট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার মাঝেই কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশে শেষমেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আদালতের নির্দেশ মেনে প্রয়োজনীয় বাহিনী চেয়ে চিঠি দেওয়ার পর এবার বঙ্গ বিজেপির পক্ষ থেকে কমিশনকে নয়া দাবি জানিয়ে এক দফা নয়, একাধিক দফায় ভোট করানোর বিষয় আদালতে দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন সুকান্ত মজুমদার।