TRENDING:

Bjp: বাংলার 'নতুন' মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেবে ত্রিপুরা বিজেপি! দলেই প্রশ্ন, 'পুরনো সংখ্যা থাকবে তো?'

Last Updated:

Bjp: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেবে ত্রিপুরা। তার জন্য বাংলায় দরকার ডবল ইঞ্জিন সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ত্রিপুরায় বিজেপি সরকার হয়েছে। এবার বাংলাতেও বিজেপি সরকার। কলকাতায় এক ভারত, শ্রেষ্ঠ ভারত-এর অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সংবর্ধনা দিল বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির দেওয়া সংবর্ধনার জবাবে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেবে ত্রিপুরা। তার জন্য বাংলায় দরকার ডবল ইঞ্জিন সরকার।
মানিকের আশা, বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি
মানিকের আশা, বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি
advertisement

"নতুন বাংলা গড়ব মোরা, সুশাসন দেব আমরা। ত্রিপুরা জয় হয়েছে মোদের, এবার হবে বাংলা।" কলকাতার আলিপুর জাতীয় গ্রন্থাগারে বিজেপির 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর অনুষ্ঠানের এটাই ছিল ট্যাগ লাইন। এই অনুষ্ঠান উপলক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে আমন্ত্রণ জানিয়েছিল রাজ্য বিজেপি। উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী মানিক সাহা ও তাঁর টিমকে সংবর্ধনা দেওয়া। রাজ্য বিজেপির দেওয়া সংবর্ধনার জবাবে ভাষণ দিতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, "ত্রিপুরা জয় হয়েছে। বাম, কংগ্রেস জোট করেও আমাদের জয়কে আটকাতে পারে নি। এবার, বাংলা জয় করতে হবে। আর সেটা নিশ্চয়ই হবে। হতেই হবে।"

advertisement

আরও পড়ুন: কেষ্টর বীরভূমে তৃণমূলে বড় ভাঙন! কোন দলে যোগ দিলেন সকলে? নাম শুনলেই অবাক হয়ে যাবেন

মানিক বলেন, সামনেই লোকসভা ভোট। গতবারে তো আপনারা এ রাজ্য থেকে ১৮ টা আসন পেয়েছিলেন। সামনের লোকসভা ভোটে কটা আসন পাবে বিজেপি? মঞ্চে আসীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার  চটজলদি জানিয়ে দিলেন, এবার আমরা ২৫ পার করব।

advertisement

রাজনৈতিক মহলের মতে আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের মুখে, ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তনকে তুলে ধরে দলের নেতা, কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মানিক ও তাঁর টিমকে সংবর্ধনা দেওয়ার আয়োজন। যদিও,  পর্যবেক্ষকদের মতে,  ত্রিপুরার সঙ্গে এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির অনেক পার্থক্য রয়েছে। ত্রিপুরায় এবার দ্বিতীয় দফার সরকার গড়েছে বিজেপি। মানে কার্যত বিজেপির প্রত্যাবর্তন। ফলে, ত্রিপুরায় বিজেপি পারলে, এ রাজ্য বিজেপি পারবে, এমন সরলীকরণ করা সঠিক নয়।

advertisement

আরও পড়ুন: অভিষেকের এক নির্দেশেই ভয়ে কাঁপছে দল! কে প্রার্থী ঠিক করবে, স্পষ্ট করলেন এক শব্দেই

প্রত্যাশা মতোই ওই অনুষ্ঠানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহারা আবার ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেছেন। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, সামনে দিল্লির কুর্সি দখলের লড়াই। তখন, ডবল এঞ্জিন সরকারের গল্প ফেঁদে দলের কর্মীদের কি বার্তা দিতে চাইল বিজেপি? এই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলছেন আসলে নরেন্দ্র মোদি অমিত শাহরা যাই বলুন না কেন, এই মুহূর্তে এ রাজ্যে দলের যা পরিস্থিতি তাতে বিগত লোকসভা ভোটে জেতা ১৮ আসন ধরে রাখাটাই দলের কাছে চ্যালেঞ্জ। সেখানে ২৫ পার করার স্লোগান দলের নেতা কর্মীদের কাছেই বিশ্বাসযোগ্য করে তোলা যাচ্ছে না। সে কারণে, বাংলার মানুষকে উন্নয়ন আর সুশাসনের স্বপ্ন দেখিয়ে, তার জন্য ডবল ইঞ্জিনের সরকারই দরকার বলে সওয়াল করা শুরু করে দিল বিজেপি।

advertisement

রাজ্যে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে এ রাজ্যের বিজেপির নেতা কর্মীদের লড়াইকে 'স্যালুট' জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে মানিক বলেন, আপনাদের লড়াইকে 'স্যালুট' জানাই। আর একটু সাহসী হতে হবে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের পাশে আছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

ত্রিপুরার সাম্প্রতিক ভোটে রাজ্যের বিজেপি নেতৃত্ব যেভাবে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে সেখানে বিজেপিকে আবার ক্ষমতায় ফিরিয়ে এনেছেন তার জন্য রাজ্য বিজেপির নেতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মানিক বলেন, ''এ রাজ্যে তৃণমূলকে সরাতে আপনারা ডাকলেই আমি চলে আসব। আপনারা যা করেছেন ত্রিপুরার জন্য, তার প্রতিদান আমাকে দিতে হবে। আজ যেমন আপনারা আমাকে সংবর্ধনা দিলেন, যেদিন এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেবে ত্রিপুরার বিজেপি।''

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bjp: বাংলার 'নতুন' মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেবে ত্রিপুরা বিজেপি! দলেই প্রশ্ন, 'পুরনো সংখ্যা থাকবে তো?'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল