TRENDING:

Sukanta Majumder: 'পিটিয়ে সিধে করব', অনুব্রতর সুরে সুকান্তর বেনজির হুঁশিয়ারি! অভিষেক গড়ে শোরগোল

Last Updated:

Sukanta Majumder: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে দাঁড়িয়ে পুলিশকে 'সাবধান' করলেন সুকান্ত মজুমদার। রাজ্য রাজনীতিতে শোরগোল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘এখনও সময় আছে সোজা হয়ে যান, না হলে পিটিয়ে সোজা করব।’ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে ছিল বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজয়া সম্মেলনী। সেই উপলক্ষে আয়োজিত এক দলীয় সভা থেকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি-সহ পুলিশের ভূমিকা নিয়ে সরব হন সুকান্ত। এই সভা থেকেই বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের মতো নিদান শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের মুখে।
বিষ্ণুপুরের সভায় সুকান্ত মজুমদার।
বিষ্ণুপুরের সভায় সুকান্ত মজুমদার।
advertisement

এক সময় পুলিশকে বোমা মারার দাওয়াই দিয়েছিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু বোমা মারাই নয়, পুলিশ কর্তাকে ঘড়ি ধরে সময় দিয়ে ব্যবস্থা না নিলে চরম হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছিল। এ দিন  প্রায় সেভাবেই বিষ্ণুপুরের সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি হুঙ্কার দেন, ‘দিন পরিবর্তন হচ্ছে। পুলিশ যদি সিধে না হয়, আমরা পিটিয়ে সিধে করব। বাংলার মানুষ সেই দিকে এগোচ্ছে। সময় এখনও আছে, সিধে হয়ে যান।’ সুকান্ত মজুমদার আরও বলেন,’ দু’দিন আগে তৃণমূলের এক মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছিল সাধারণ মানুষ। মানুষ জেগে উঠছে।’

advertisement

আরও পড়ুনঃ ধনতেরস-দীপাবলি, ৮ বিরল যোগে রাজার মুকুট পরবে এই রাশি, টাকার সমুদ্রে ভাসবে

যে কোনও নির্বাচন এলেই তার আগে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা-নেত্রীরা হুমকি হুঁশিয়ারি থেকে নিদান, দাওয়াইয়ের মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়িয়ে তোলেন। কোথাও কোথাও গরম গরম ভাষণ দেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এ বার সেই তালিকায় সুকান্ত মজুমদার। তবে এটাই প্রথমবার নয়, আগেও বিজেপি রাজ্য সভাপতিকে দেখা গিয়েছে শাসক দল থেকে শুরু করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠতে।

advertisement

এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত বিষ্ণুপুরের মাটিতে দাঁড়িয়ে দলীয় সমাবেশ থেকে পুলিশকে পেটানোর নিদান দিয়ে খবরের শিরোনামে সুকান্ত মজুমদার। দলীয় সভা থেকে সুকান্ত মজুমদারের পুলিশকে পেটানোর নিদানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এখন সরগরম।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumder: 'পিটিয়ে সিধে করব', অনুব্রতর সুরে সুকান্তর বেনজির হুঁশিয়ারি! অভিষেক গড়ে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল