TRENDING:

Firhad Hakim and Sukanta Majumdar: ফিরহাদের 'বিরাট নেতা তৃণমূলে' মন্তব্য, সুকান্তের প্রতিক্রিয়ায় আরও বাড়ল জল্পনা! দুপুরে বৈঠক...

Last Updated:

Firhad Hakim and Sukanta Majumdar: রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'কয়েকদিন বাদে এমন একটা নাম আসবে বিজেপি ছেড়ে তৃণমূলে, চিন্তা করতে পারবেন না।' এই মন্তব্য যে বিজেপির অন্দরেই জল্পনা বাড়িয়েছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপির নতুন রাজ্য সভাপতি (West Bengal Bjp State President) সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) প্রতিক্রিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এক মন্তব্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রতিদিনের মতো এদিনও ভবানীপুরে উপনির্বাচনের (Bhabanipur By Poll) প্রচারে বেরিয়েছিলেন ফিরহাদ। সেই সময়ই দলবদলের প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে। সেই সূত্রেই ফিরহাদ হাকিম যে মন্তব্য করেন, তাতেই সাড়া পড়ে গিয়েছে। রাজ্যের মন্ত্রী বলেন, 'কয়েকদিন বাদে এমন একটা নাম আসবে বিজেপি ছেড়ে তৃণমূলে, চিন্তা করতে পারবেন না।' কিন্তু কে সেই নেতা, তা নিয়ে মুখ খুলতে চাননি মন্ত্রী। তবে, এই মন্তব্য যে বিজেপির অন্দরেই জল্পনা বাড়িয়েছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপির নতুন রাজ্য সভাপতি (West Bengal Bjp State President) সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) প্রতিক্রিয়ায়।
সুকান্তের প্রতিক্রিয়ায় বাড়ল জল্পনা
সুকান্তের প্রতিক্রিয়ায় বাড়ল জল্পনা
advertisement

বৃহস্পতিবার আরও নানা বিষয়ের পাশাপাশি সুকান্তের উদ্দেশ্যে ফিরহাদের দাবি নিয়েও প্রশ্ন ধেয়ে আসে। সেই 'বিরাট নাম'-এর প্রসঙ্গটি এড়িয়ে না গিয়ে বরং সুকান্ত মজুমদার বলেন, 'যারা নীতি-আদর্শের ভিত্তিতে বিজেপি করেন, তারা কেউ দল ছেড়ে যাবেন না। সেই বিষয়ে আমি নিশ্চিত। তবু, যাদের সমস্যা হচ্ছে, তাঁদের বলব যে কোনও রাগ-ক্ষোভ থাকলে আসুন, আলোচনা করুন দলের মধ্যে। আমি মনে করি, আলোচনার মাধ্যমে সব করা সম্ভব। একসাথে লড়াই করব সবাই। আর এই সরকারকে উৎখাত করা শুধু সময়ের অপেক্ষা।'

advertisement

রাজ্য BJP-র নতুন সভাপতির এহেন মন্তব্যই আরও জল্পনা বাড়িয়েছে দলের অন্দরে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, ফিরহাদ হাকিমের মন্তব্য খারিজ করে দেননি সুকান্ত মজুমদার। বরং দলের অন্দরে নেতাদের আলোচনা করার কথা বলেছেন তিনি। ফলে দলে বড় ভাঙন ধরার আশঙ্কা কি তিনি নিজেও করছেন? আর সেই কারণেই কি নীতি-আদর্শের কথা বলে দলের ভিতরে আলোচনা করে রাগ-ক্ষোভ মেটানোর কথা বলছেন তিনি?

advertisement

জল্পনা আরও বাড়িয়ে বৃহস্পতিবার দুপুরেই বিজেপির রাজ্য নেতাদের বৈঠকে ডেকেছেন নতুন রাজ্য সভাপতি। সূত্রের খবর, সেই বৈঠকে দলকে ঐক্যবদ্ধ হয়ে এগোনোর বার্তা দিতে পারেন তিনি। যে সমস্ত এলাকায় দলের অন্দরে গোষ্ঠীকোন্দল রয়েছে, তা তড়িঘড়ি মেটানোর নির্দেশও দিতে পারেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: BJP থেকে তৃণমূলে আসছেন বিরাট নেতা! মন্ত্রীর মন্তব্যে অশনিসংকেত গেরুয়া শিবিরে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

বিধানসভা ভোটের পর থেকে মুকুল রায় (Mukul Roy) সহ চার বিজেপি বিধায়ক ইতিমধ্যেই নাম লিখিয়েছেন শাসক দল TMC-তে। সদ্যই রীতিমতো আলোড়ন ফেলে ঘাসফুল শিবিরে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আর বাবুলের তৃণমূলে যোগদানের দিনই ভবানীপুরের ভোট প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দাবি করেন, খেলা তো সবে শুরু হল৷ আগামীতে আরও অনেক বড় চমক অপেক্ষা করছে। এদিনও মুর্শিদাবাদে ভোট প্রচারে গিয়ে অভিষেক দাবি করেছেন, ''বিজেপির নেতারা লাইন দিয়ে রেখেছেন, আমরা দরজা খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে।'' অভিষেকের একের পর এক দাবি, একইসঙ্গে ফিরহাদের এদিনের সাড়া জাগানো মন্তব্য যে ঝড় তুলেছে বঙ্গ বিজেপির অন্দরে, তা বলাই বাহুল্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim and Sukanta Majumdar: ফিরহাদের 'বিরাট নেতা তৃণমূলে' মন্তব্য, সুকান্তের প্রতিক্রিয়ায় আরও বাড়ল জল্পনা! দুপুরে বৈঠক...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল