দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই বিভিন্ন মোর্চা নেতৃত্বদের নিয়ে আলাদা করে বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের যে সাতটি মোর্চা রয়েছে তার মধ্যে যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষান মোর্চা, ওবিসি মোর্চা, তফশিলি মোর্চা, তপশিলি উপজাতি মোর্চা এবং সংখ্যালঘু- এই সংযুক্ত মোর্চার যারা সভাপতি, সাধারণ সম্পাদক, রাজ্যের পদাধিকারী, জেলা সভাপতি এবং জেলা ইনচার্জদের প্রত্যেককেই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। গত রবিবার ও সোমবার এই দু'দিন ব্যাপী হেস্টিংসের সাংগঠনিক বৈঠকে একেবারে সময় ধরে ধরে বৈঠক হয়। গ্রাম যার বাংলা তার।
advertisement
আরও পড়ুন- রাজ্য পুলিশ দিয়ে এ রাজ্যে কোনও ভোট হাওয়াই উচিৎ নয়, বললেন সুকান্ত মজুমদার
গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের এই ধারণা থেকেই চব্বিশের লোকসভা নির্বাচনকে ফাইনাল ম্যাচ ধরে নিয়ে পঞ্চায়েত ভোটকে তারা সেমিফাইনাল হিসেবেই দেখতে চাইছে। তাই একদিকে যেমন সংগঠন সাজাতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। পাশাপাশি পঞ্চায়েত স্তরে ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তোলার ডাক দেয় নেতৃত্ব। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রচারের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের সুফল নিয়েও সাধারণ মানুষের কাছে গিয়ে প্রচার চালানোর কথাও এই বৈঠকে উঠে আসে বলে পদ্ম শিবির সূত্রের খবর। এবার এই বৈঠকের রেশ কাটতে না কাটতেই পৃথকভাবে আজ, বৃহস্পতিবার দলের সংযুক্ত মোর্চার যারা নেতৃত্ব তাদের নিয়ে বৈঠকে বসতে চলেছে বিজেপির শীর্ষ শিবির। আগামী পঞ্চায়েত নির্বাচনে কী ভাবে চলতে হবে তার রণকৌশল ঠিক হবে আজকের বৈঠকে বলে বিজেপি সূত্রের খবর।