ব্যক্তির চেয়ে দল বড়। বঙ্গ বিজেপির ব্যাটন হাতে নিয়েই একথা স্পষ্ট করে দিয়েছেন নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এটা যে স্রেফ কথার কথা নয়, হাতেকলমে তার প্রমাণও দিলেন শনিবার এই ছবি বদলের ঘটনা সামনে এনে। দলীয় কার্যালয়ে মুরলিধর সেন লেনে যেখানে সাংবাদিক সম্মেলন হয়, সেই ঘরের ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি লাগাতে গররাজি শমীক ভট্টাচার্য। বদলে টাঙানো হল দলীয় প্রতীক পদ্মের বড়সড় ফ্লেক্স।
advertisement
সূত্রের খবর, নয়া রাজ্য সভাপতি সাফ জানিয়েছেন, মুখ নয়, প্রতীক বড়। ব্যাকগ্রাউন্ডে তাঁর ছবি থাকবে না। শুধু দলের প্রতীক থাকবে। সেই মতো শনিবার মুরলি ধর সেন লেনের পুরোনো রাজ্যদপ্তরে কনফারেন্স হলে পদ্ম প্রতীকের ফ্লেক্স লাগানো হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী নিতেও রাজি নন শমীক ভট্টাচার্য। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এভাবেই সাধারণ কর্মীদের আরও কাছের হয়ে উঠতে চাইছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি।
যদিও বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই শমীক ভট্টাচার্য বিজেপির পুরনো কর্মীদের নতুন করে চাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে। শুধু তাই নয় নিত্যদিন পুরোনো কর্মীদের সঙ্গে দেখা করে বৈঠকের পরিকল্পনা সারছেন তিনি। সুতরাং এ কথায় স্পষ্ট মানুষের লোকসভা নির্বাচনে তুলনামূলক ভালো ফলের পর হারিয়ে যাওয়া জেলা সংগঠনকেই আবারো ফিরিয়ে আনতে তৎপর বর্তমান রাজ্য সভাপতি।
রাজনৈতিক মহল মনে করছে, ঐক্যের বার্তা তুলে ধরতেই নিজের বদলে দলীয় প্রতীকের ফ্লেক্স টাঙানোর সিদ্ধান্ত নিলেন শমীক ভট্টাচার্য। আদি নব্যদ্বন্দ্ব ঘুচিয়ে বঙ্গ বিজেপি আগামী দিনে ঘুরে দাঁড়ানোর লড়াইয়েয়ে কতখানি সফল হয় সেটাই দেখার। যদিও রাজ্য সভাপতির দায়িত্ব কাঁধে নেওয়ার পরই নতুন পুরনো সকলেই এক সেই বার্তায় তুলে ধরার চেষ্টা করেছেন গোটা বঙ্গ বিজেপির কর্মী সমর্থকদের কাছে শমীক ভট্টাচার্য।