টিগ্গা বলেন, “আমাদের খগেন মুর্মুর উপর যেভাবে তৃণমূলের উস্কানিতে বাংলাদেশী রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা আক্রমণ করে তা অত্যন্ত ধিক্কারজনক।” সাংবাদিক সম্মেলন করে এদিন বিজেপি নেতৃত্ব ঘোষণা করেন খগেন মুর্মু , শংকর ঘোষের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। আগামী ১৩ , ১৪ , ১৫ , ১৬ অক্টোবর রাজ্যের সকল প্রশাসনিক জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বিজেপি। ডিএম অফিস এর সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নেওয়া হচ্ছে বঙ্গ বিজেপির তরফে। উত্তরবঙ্গের শিলিগুড়ি ও দক্ষিণবঙ্গের কলকাতায় বিক্ষোভ সমাবেশ পালন হবে বিজেপির তরফে ।
advertisement
বিজেপি সাংসদ মনোজ টিগ্গা আরও জানালেন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে । আমাদের প্রতিনিধি দল সেখানে যায় ত্রাণ বিতরণ করতে। খগেন মুর্মু শংকর ঘোষকে বাংলাদেশী অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দ্বারা মারধর করা হয়েছে নির্মম ভাবে। আদিবাসীদের জমি নিয়ে নেওয়া হচ্ছে। আদিবাসী মহিলাদের বিয়ে করে অত্যাচার করা হচ্ছে পরিকল্পনা মাফিক। আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কারণ তারা বিজেপির সঙ্গে আছে। এর প্রতিবাদে আগামী১৩, ১৪ , ১৫ , ১৬ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সকল প্রশাসনিক জেলায় জমায়েত হবে প্রতিবাদ সমাবেশ করা হবে।দুটো জমায়েত ও মিছিল হবে একটি শিলিগুড়ি তে এবং অন্যটি কলকাতায় ।
ডিএম অফিসের সামনে ধর্না বিক্ষোভ চলবে। তাঁর অভিযোগ, ‘‘উত্তরবঙ্গ যখন ভাসছে মুখ্যমন্ত্রী কার্নিভালে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারা গেলেন কিন্তু সেখানকার চা বাগানে গেলেন না। বাংলা এখন সেফ করিডোর অনুপ্রবেশের ফেক ভোটার কার্ড তৈরির। আদিবাসীদের জমি দখল এর চেষ্টা করা হচ্ছে ভুল বুঝিয়ে।’’ তিনি আরও বলেন মানুষকে ভোটের সময় টাকা দিয়ে ভোট কিনব এটাই তৃণমূলের লক্ষ্য। কীভাবে সন্ত্রাস করে ক্ষমতায় আসবে এখন থেকে সেই চেষ্টা করছে তৃণমূল তাই এধরনের হামলা আমাদের জনপ্রতিনিধিদের উপর।