একুশের বিধানসভা ভোটে দিল্লির নেতাদের উপর অনেকটাই ভরসা করেছিল রাজ্য বিজেপি। বাংলার যুদ্ধ জয়ে ঝাঁপিয়ে ছিলেন দিল্লির তাবড় তাবড় নেতারা। তৃণমূল কটাক্ষ করেছিল ‘বহিরাগত’ বলে। শেষমেষ একুশের বিধানসভা ভোটে বিজেপির বঙ্গ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়। একুশের স্ট্যাটেজি থেকে সরে এসে তেইশের পঞ্চায়েত ভোটে বাংলার বিজেপি নেতাদের উপর অনেকটাই ভরসা করেছিল দল। তবুও তেইশে গ্রাম দখলের লড়াইয়ে বিজেপিকে টেক্কা তৃণমূলের। শক্ত মাটি বলে পরিচিত এমন অনেক এলাকাতেও পঞ্চায়েত ভোটে গেরুয়া কার্যত ফিকে। এবার সামনে লোকসভা ভোট। দ্রুত জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রের নেতৃত্ব।
advertisement
এক্ষেত্রে বাঙালির প্রাণের উৎসবকে টার্গেট করে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন দিল্লির বিজেপি নেতারা বলে বিজেপি সূত্রের খবর। তাঁরা আগেই নির্দেশ দিয়েছেন, নিজের এলাকার পুজোর সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে। কিন্তু সেই জনসংযোগে বিড়ম্বনায় বঙ্গ বিজেপি। সূত্রের খবর, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, এলাকায় বিজেপির নেতা কে, তা জানেনই না সেই এলাকার অনেকেই। তাহলে উপায়? নেতা চেনাতে পুজোয় ফ্লেক্স! দুর্গাপুজোয় ফ্লেক্স- ব্যানারে স্থানীয় নেতাদের ছবি ব্যবহারের উপর জোর দিচ্ছে পদ্ম শিবির। নেতার সঙ্গে নাগরিকের পরিচয় ঘটাতে ছবি ব্যবহারের কৌশল বিজেপির ৷
কিন্তু সূত্রের খবর, দলের এই নতুন নির্দেশ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অভ্যন্তরে। কোন নেতার ছবি ঠাঁই পাবে ফ্লেক্সে? এক গোষ্ঠীর নেতার ছবি থাকলে অন্য গোষ্ঠী গোঁসা হবে না তো? কারণ একাধিক সাংগঠনিক জেলার সাংগঠনিক নেতাকে নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে মূলত বিজেপির নিচু তলার কর্মীদের মধ্যে। সেই ক্ষোভের আঁচ এসে পড়ে তুমুল বিক্ষোভের চেহারা নেয় কলকাতায় দলের কার্যালয়ে। নেতা বদলের প্রশ্নে সরব হন দলেরই একাংশ। তাই নয়া কৌশলে তেমনটা হলে নতুন জটিলতার আশঙ্কা করছেন বিজেপির অনেকেই।
শেষমেষ পুজোর ফ্লেক্সে নেতার ছবি-সহ বঙ্গ বিজেপির জনসংযোগ ক্যাম্পেন কতটা সফল হবে, তার উত্তর দেবে সময়ই। কলকাতা-সহ জেলায় জেলায় অধিকাংশ পুজোতেই প্রভাব রয়েছে শাসক দলের নেতা মন্ত্রীদের। এবার সেই সমস্ত পুজোয় দলের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে খবর পদ্ম শিবির সূত্রের। বাংলার শারদ উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা ও বাঙালির আবেগ। এবার লোকসভা ভোটের আগে বাংলার দুর্গাপুজোকে হাতিয়ার করে তাকেই ছুঁয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে গেরুয়া শিবির বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
শাসক দল তৃণমূল অবশ্য কটাক্ষের সুরে বলছে, ‘‘ওরা ফ্লেক্সেই থাকবে। মানুষের মনে কোনও দিন জায়গা পাবে না।’’