TRENDING:

BJP On Panchayat Election: 'সেই' পুলিশ অফিসাররা 'না'...! পঞ্চায়েত ভোটে কাদের থাকা চলবে না? কমিশনকে চিঠি বিজেপির! 'বড়' হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Last Updated:

BJP On Panchayat Election: কোন কোন  পুলিশ অফিসারদের বিরুদ্ধে আপত্তি রাজ্য বিজেপির? পুরুলিয়ার পুলিশ সুপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০১৯ এবং ২০২১ এর নির্বাচনে কমিশন এসপি,আইসি এসডিপিও পদমর্যাদার যে সমস্ত পুলিশ অফিসারদের ভোটের কাজ থেকে দূরে সরিয়ে রেখেছিল তাঁদের যেন এবারের পঞ্চায়েত ভোটের সঙ্গে যুক্ত কোনও কাজে না রাখা হয়। রাজ্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়ে চিঠি দিল রাজ্য বিজেপি।
কমিশনকে চিঠি বিজেপির
কমিশনকে চিঠি বিজেপির
advertisement

রাজ্যের বেশ কিছু পুলিশ অফিসার  তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট পরিচালনার কাজ করছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। অবিলম্বে গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে যে সমস্ত পুলিশ অফিসারদের নির্বাচন কমিশন নির্দিষ্ট পক্ষপাতিত্বের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোটের কাজ পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল সেই তালিকা অনুযায়ী আসন্ন পঞ্চায়েত ভোটেও সেই পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্তদের  যেন নির্বাচনের যাবতীয় কাজ থেকে দূরে রাখা হয় সে ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই ই-মেল করে দাবি জানিয়েছে বঙ্গ পদ্ম শিবির।

advertisement

আরও পড়ুন: সাগরদিঘি ‘অস্বস্তি’, প্রার্থী জটিলতা, অশান্তি-সংঘর্ষ! অভিষেকের নজরে মুর্শিদাবাদ পঞ্চায়েত ভোট

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতৃত্ব দীর্ঘদিন ধরেই পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে দলদাসের ভূমিকা নিয়ে সরব  হয়েছেন। পুলিশ প্রশাসন সরাসরি পঞ্চায়েত ভোটে শাসক দলকে সুবিধা  পাইয়ে দিতে তৃণমূলের হয়ে কাজ করছে বলেও সুর চড়াতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরের নেতৃত্বকে।

advertisement

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই শাসক দলের হয়ে কাজ করছে বলেও পুলিশ প্রশাসনকে এক হাত নেন বিজেপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতারা। পঞ্চায়েত ভোট উপলক্ষে বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে বিজেপির নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো এবং ভোটে শাসকদলের হয়ে কাজ করা প্রসঙ্গে পুলিশকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা দিতেও দেখা যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: আলু তো সবজির ‘রাজা’…! কিন্তু জানেন কি সবজির ‘রানী’ কে? এই ‘নাম’ শুনলে চমকে যাবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সোমবার হুগলির জনসভা থেকে পুরুলিয়ার পুলিশ সুপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু অধিকারীর দাবি, ‘পঞ্চায়েত ভোটের ব্যালট বাক্স বদলানো হয়েছে। এই কাজে রাজি না হওয়ায় দুজন আধিকারিককে অনৈতিকভাবে বদলিও করা হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার-সহ একাধিক শাসক দল ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের যদি নির্বাচন কমিশন আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কাজ থেকে বিরত রাখার ব্যাপারে কোনও পদক্ষেপ না নেয় তাহলে আদালতে যাওয়া হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP On Panchayat Election: 'সেই' পুলিশ অফিসাররা 'না'...! পঞ্চায়েত ভোটে কাদের থাকা চলবে না? কমিশনকে চিঠি বিজেপির! 'বড়' হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল