আরও পড়ুনঃ ‘ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল…’ ঐশ্বর্যের জন্য ২ রাত ঘুমহারা অমিতাভ! কী এমন ঘটেছিল
প্রসঙ্গত, গতকালই উত্তরবঙ্গের ১০ বিধায়ক দিল্লি এসেছেন উত্তরবঙ্গের একাধিক উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রের কাছে সরাসরি দরবার করতে। আরও বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার কথা আছে তাঁদের। দক্ষিণ রায়পুর পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি জানান চন্দ্রকান্ত এবং তুষার তারা বিজেপি পার্টি করত। চন্দ্রকান্ত বণিক কে আটক করে জিজ্ঞাসাবাদ। গ্রেফতার নয় এখনও।
advertisement
আরও পড়ুনঃ রুটি হবে তুলোর মতো! এই ৩ উপায়ে ফ্রিজে রাখা শক্ত বাসি রুটিও সহজেই হবে নরম তুলতুলে
একাধিক ইস্যুকে এবার জোরদার প্রচারে সামনে আনছে শাসক দল। তাঁদের অভিযোগ, ভুটানের জলে ভাসে উত্তরবঙ্গ। রাজ্য বিধানসভায় এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়।সেই প্রস্তাবের প্রেক্ষিতি রিভার কমিশন গঠন করতে চায় রাজ্য। শাসক দলের বিধায়কদের পাশাপাশি, বিরোধী দল বিজেপির বিধায়কদের দিল্লি একসাথে যাওয়ার আহ্বান করেন পরিষদীয় মন্ত্রী। যদিও সেই প্রস্তাবে সাড়া দিয়ে দিল্লি যায়নি বিজেপি। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গঙ্গা ভাঙ্গন রোখার জন্য কেন্দ্রীয় সাহায্য।