TRENDING:

বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের চার্জশিট আজ, স্থানীয় নেতাদের নাম কি থাকবে

Last Updated:

সূত্রের খবর, বিজেপি যুব নেতা খুনের ঘটনায় ১০ জন অভিযুক্তের নাম থাকছে চার্জশিটে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টিটাগড়: টিটাগড়ের বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় আজ আদালত এ চার্জশিট পেশ করতে চলেছে সিআইডি । সূত্রের খবর, বিজেপি যুব নেতা খুনের ঘটনায় ১০ জন অভিযুক্তের নাম থাকছে চার্জশিটে ।
advertisement

এই দশজনের মধ্যে  মুখ্য অভিযুক্ত হিসাবে খুনের পরই গ্রেফতার করা হয়েছিল মহ. খুররম ও শেখ গুলাবকে। পরে গ্রেপ্তার করা হয় সুবোধ যাদবকে । এই সুবোধ যাদব স্থানীয় এক শাসক দলের নেতার ঘনিষ্ঠ । পরে ভিন রাজ্য থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় অমর যাদব , সুজিত কুমার রাই ও রোশন কুমার যাদবকে। সম্প্রতি গ্রেফতার হয় আরেক অভিযুক্ত নাসির আলী মন্ডল।

advertisement

সিআইডি চার্জশিটের প্রাকমুহূর্তে যে প্রশ্নটা ঘুরছে তা হল, এই খুনের ঘটনায় শাসক দলের যে স্থানীয় নেতাদের সিআইডি জিজ্ঞাসাবাদ করেছিল , চার্জশিট এ তাদের নাম সরাসরি থাকবে না সন্দেহভাজন হিসাবে দেখানো হবে?

বিজেপি দাবি করেছিল রাজনৈতিক শত্রুতায় প্রাণ গিয়েছিল মণীশের। কিন্তু তদন্ত এগোতেই দেখা গিয়েছে, খুররাম খানরা পুরনোর শত্রুতার জেরেই খুন করেছিল মনীশকে।

advertisement

মণীশ খুন হন ৪ অক্টোবর। গাড়ি থেকে নেমে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। সুপারি কিলার মোটরবাইকে করে এসে কাছ থেকে গুলি করে তাঁকে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

-Sukanta Mukherjee

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের চার্জশিট আজ, স্থানীয় নেতাদের নাম কি থাকবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল