TRENDING:

West Bengal Election 2021 phase 1: চার দশকের মধ্যে বাংলায় সবচেয়ে শান্তিপূর্ণ ভোট! কেন এমন বললেন বিজেপি নেতারা?

Last Updated:

এ বারের নির্বাচনকে পশ্চিমবঙ্গে গত ৪০ বছরে হওয়া নির্বাচনগুলির মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ বলে দাবি করেছে বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শনিবার থেকেই শুরু হয়ে গেল নবান্ন দখলের লড়াই। বিকেল ৪টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭০.১৭ শতাংশ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সকাল থেকেই রাজ্যের নানা জায়গায় বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল অথবা বিজেপি। তবে, এ বারের নির্বাচনকে পশ্চিমবঙ্গে গত ৪০ বছরে হওয়া নির্বাচনগুলির মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ বলে দাবি করেছে বিজেপি। সে জন্য তাঁরা নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।
advertisement

এদিন নির্বাচন কমিশনের দফতরে গিয়ে বিজেপির এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, 'এমন শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গ শেষ ৪ দশকে দেখেনি। আমি গত ৬ বছর এ রাজ্যে বিজেপির হয়ে কাজ করছি। প্রথম দফার ভোটে ৯০ শতাংশ বুথে সাধারণ মানুষ ভোট দিতে পেরেছেন। কোথাও কোথাও বিক্ষিপ্ত গোলমাল হয়েছে বটে, তবে তা কিছু দুষ্কৃতীর জন্য। দ্বিতীয় দফার ভোটের আগে সেই দুষ্কৃতীদের বন্দি করতে পারলে ১০ শতাংশ গোলমালটাও হবে না।'

advertisement

কৈলাসের সংযোজন, 'আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে এসেছিলাম এই ভাবে ভোট পরিচালনার জন্য। বাকি সাত দফায় আরও সাবধানতা অবলম্বন করতে হবে।' পূর্ব মেদিনীপুরে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলার প্রসঙ্গেও কৈলাস বলেন, 'আজ শুভেন্দু অধিকারীর ভাইয়ের গাড়িতে হামলা করা হয়েছে। হামলাকারীরা আগেও ভোটে রিগিং করায় অভিযুক্ত ছিল। তাদের আগে গ্রেফতার করা হলে এই ধরণের ঘটনা ঘটত না।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজনৈতিক মহলের মতে, কমিশনের প্রশংসা করে গত চার দশকের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট বলে কৈলাসের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্যান্য বার বুথ জ্যাম, অশান্তির সিংহভাগ অভিযোগই উঠত শাসক দলের বিরুদ্ধে। কিন্তু এবারের ভোটে দিকেদিকে বিজেপির বিরুদ্ধেও উঠেছে নানা অভিযোগ। অর্থাৎ, তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে টক্কর দিচ্ছে বিজেপি। ফলে স্বাভাবিক কারণেই এবারের ভোটকে বিজেপি নিজেদের অনুকূলেই দেখতে চাইছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election 2021 phase 1: চার দশকের মধ্যে বাংলায় সবচেয়ে শান্তিপূর্ণ ভোট! কেন এমন বললেন বিজেপি নেতারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল