TRENDING:

Dilip Ghosh: ‘নির্যাতিতার বাড়ি এখন ছবি তোলার জায়গা’! আরজি করের আন্দোলনকে তুলোধনা দিলীপের, বিস্ফোরক বিজেপি নেতা

Last Updated:

Dilip Ghosh:আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে চলা আন্দোলন নিয়ে এবার বিস্ফোরক মন্তব‍্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে চলা আন্দোলন নিয়ে এবার বিস্ফোরক মন্তব‍্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আরজি করের আন্দোলনকে ‘অরাজনৈতিক আন্দোলনের অপমৃত্যু’ বলে আক্রমণ করলেন দিলীপ।
‘নির্যাতিতার বাড়ি এখন ছবি তোলার জায়গা’! আরজি করের আন্দোলনকে তুলোধনা দিলীপের, বিস্ফোরক বিজেপি নেতা
‘নির্যাতিতার বাড়ি এখন ছবি তোলার জায়গা’! আরজি করের আন্দোলনকে তুলোধনা দিলীপের, বিস্ফোরক বিজেপি নেতা
advertisement

এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘নির্যাতিতার বাড়ি এখন ছবি তোলার জায়গা হয়েছে। আরজি করে আন্দোলন, শুরু থেকেই বলেছিলাম অরাজনৈতিক আন্দোলন করে কিছু হয়না। এখন সেটাই প্রমাণ হচ্ছে। অরাজনৈতিক আন্দোলনের অপমৃত্যু। এর জন্য যারা দায়ী তাদের দায়িত্ব তাদেরই নিতে৷ আরজি করের মতন ইস্যু রাজ্যে প্রায়ই আসছে। সেগুলো ধরে এগোতে হবে। সরকার ফেলতে হবে।’’

advertisement

আরও পড়ুন: লাউ-কুমড়ো নয়, এই সবজির পাতাই বহু সমস‍্যার ব্রহ্মাস্ত্র! ব্রণ, কোষ্ঠকাঠিন্য, মুখে দুর্গন্ধ, হাজার রোগের সমাধান বাড়িতেই

প্রসঙ্গত, দিলীপ ঘোষের মতো খানিকটা এক সুরেই আরজি করের আন্দোলনকে তুলোধনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুভেন্দুর কথায়, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বৈঠক করা ঠিক হয়নি। জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসাটাই বড় ভুল। বাম এবং অতিবামেরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ভুল পথে পরিচালিত করেছে। রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপিকে বাদ দিয়ে সরকারকে চাপে ফেলা যাবে না। আমরা কালীপুজোর পর আরজিকর ইস্যুতে বড়সড় আন্দোলনে নামছি। ইতিমধ্যেই আমাদের ৫০ লক্ষ গণ স্বাক্ষর সংগ্রহ প্রক্রিয়া শেষ হয়েছে। সেই গণস্বাক্ষর এক কোটি পূর্ণ করে আমরা শীঘ্রই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে গিয়ে জমা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করব।”

advertisement

আরও পড়ুন: ফ‍্যানের স্পিড কমিয়ে দিলে কী কমে যাবে বিদ‍্যুতের বিল? আদৌ বাঁচে টাকা? আসল সত‍্যি জানলে চমকে যাবেন

আজ রবিবার শহরে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী-সহ বিজেপির একাধিক দলীয় নেতৃত্ব। রবিবার বনগাঁর বিএসএফ-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ২০২৬ সালের বিধানসভায় পরিবর্তনের ডাক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ‘নির্যাতিতার বাড়ি এখন ছবি তোলার জায়গা’! আরজি করের আন্দোলনকে তুলোধনা দিলীপের, বিস্ফোরক বিজেপি নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল