TRENDING:

বিশ্ববাংলা লোগোতে কালি দেওয়ার অভিযোগে ধৃত বিজেপি নেতা সহ ৯

Last Updated:

বিশ্ববাংলা লোগোতে কালি দেওয়ার অভিযোগে ধৃত বিজেপি নেতা সহ ৯

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: ভিআইপি রোডের পাশে বিশ্ববাংলা লোগোতে কালি দেওয়ার অভিযোগ। ঘটনায় ৯ জনকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনার বিজেপি জেলা সভাপতি মণিকাঞ্চন পাল। ধৃতদের এদিন বিধাননগর আদালতে তোলা হবে।
advertisement

ভিআইপি রোডের পাশে বিশ্ববাংলার সমস্ত লোগোতেই লেপে দেওয়া হয়েছে আলকাতরা ৷ বিষয়টি নজরে আসতেই প্রবল উত্তেজনা ছড়ায় ৷ পুলিশে অভিযোগ দায়ের হলে লোগোতে কালি লেপার সন্দেহে গ্রেফতার করা হয় উত্তর ২৪ পরগনার বিজেপি জেলা সভাপতি মণিকাঞ্চন পাল সহ নয় জনকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

১০ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভায় বিশ্ববাংলা লোগোর স্বত্ত্ব কার সেই নিয়ে প্রশ্ন তোলেন ৷ তারপর থেকেই বিশ্ববাংলা লোগো ইস্যুতে প্রতিবাদ কর্মসূচী শুরু করেন বিজেপির ছাত্র-যুব সংগঠন ৷ সায়েন্স সিটি মোড়ে বিশ্ব বাংলা লোগো বলের সামনেও প্রতিবাদ বিক্ষোভ দেখায় বিজেপি ৷ এর মধ্যে বাগুইহাটি- কেষ্টপুরে সংলগ্ন ভিআইপি রোডে সমস্ত হোডিং লোগোতে কালি লেপে দেওয়ার ঘটনাটি ঘটে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিশ্ববাংলা লোগোতে কালি দেওয়ার অভিযোগে ধৃত বিজেপি নেতা সহ ৯