TRENDING:

উত্তর-পূর্বে সব দল বিজেপি-র সঙ্গ ত্যাগ করুন, তা হলেই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: লালদুহাওমা

Last Updated:

উত্তর-পূর্বে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সাফল্য এই মুহূর্তে অরুণাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাংয়ের তৃণমূলে যোগ৷ সম্প্রতি বিজেপি ছেড়েছেন অরুণাচলপ্রদেশের ৭ বারের মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেশের রাজনীতির ইতিহাসে এক ঐতিহাসিক দিনের সাক্ষী হচ্ছে দেশ৷ তামাম ভারত থেকে নেতা-নেত্রীরা ব্রিগেডে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে৷ শনিবার যে সব ঐতিহাসিক মুহূর্তগুলি দেখছেন মানুষ, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল ব্রিগেডের মঞ্চে উত্তর-পূর্ব ভারতের প্রতিনিধিত্ব৷
advertisement

উত্তর-পূর্বে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সাফল্য এই মুহূর্তে অরুণাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাংয়ের তৃণমূলে যোগ৷ সম্প্রতি বিজেপি ছেড়েছেন অরুণাচলপ্রদেশের ৭ বারের মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের র‌্যালিতে এ দিন আপাং বললেন, 'বিজেপি-তে এখন আর কোনও নীতি নেই৷ আমি খুবই হতাশ যে, অটলবিহারী বাজপেয়ীর আদর্শ অনুসরণ করে না বিজেপি৷ এই দলটিতে এখন ক্ষমতার খেলা চলে৷ এমন এক নেতৃত্ব বিজেপি চালাচ্ছে, যারা গণতান্ত্রিক সিদ্ধান্ত বোঝে না৷ ক্যাডাররাও শুধু ক্ষমতার জন্য লড়াই করছে৷'

advertisement

ব্রিগেড মঞ্চে গেগং আপাং

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের বুকে ইসকন মন্দির! তারাপীঠের খুব কাছে হলেও অনেকে জানেন না, জানুন ঠিকানা
আরও দেখুন

এরপরই মঞ্চে ওঠেন মিজোরামের জোরাম পিপলস মুভমেন্ট-এর প্রধান ও রাজ্যের বিরোধীদলনেতা লালদুহাওমা বলেন, 'সিটিজেনশিপ বিলের জন্যই জ্বলছে উত্তর-পূর্ব৷' তাঁর কথায়, 'নাগরিক সংশোধনী বিলের জন্যই জ্বলছে গোটা উত্তর-পূর্ব৷ কেন্দ্রে সরকার পরিবর্তন করতেই আমরা এখানে এসেছি৷ বিজেপি আমাদের ধর্মীয় স্বাধীনতা, খাবার ও পোশাকে হস্তক্ষেপ করছে৷ আমরাই পারি একটি গণতান্ত্রিক সরকার আনতে৷ আমি উত্তর-পূর্বের সব আঞ্চলিক দলকে অনুরোধ করব, বিজেপি-র সঙ্গ সর্বত্র ত্যাগ করুন৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তর-পূর্বে সব দল বিজেপি-র সঙ্গ ত্যাগ করুন, তা হলেই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: লালদুহাওমা