কিন্তু কেন হঠাৎ পিছিয়ে গেল বিজেপির নবান্ন অভিযান? গেরুয়া শিবিরের নেতৃত্বের কথায়, 'আদিবাসী সম্প্রদায়ের উৎসব রয়েছে সেপ্টেম্বরের শুরুতে। তাঁদের কথা ভেবেই নবান্ন অভিযানের দিন পিছনোর সিদ্ধান্ত নিয়েছে দল। নবান্ন অভিযান নিয়ে গত সোমবার হেস্টিংস কার্যালয়ে বিজেপির মোট ৪২টি সাংগঠনিক জেলা রয়েছে। এই সাংগঠনিক জেলার ভিত্তিতে মোট ৪২ জনকে আলাদা আলাদা করে এই সাংগঠনিক জেলাগুলির দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, এই ৪২ নেতা নবান্ন অভিযানের জন্য বিভিন্ন জেলায় প্রচারাভিযান চালাবেন, পাশাপাশি সাংগঠনিক কাজকর্ম দেখাশোনা করবেন। এই ৪২ জনকে নিজের নিজের জেলায় প্রচার কর্মসূচি শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: একশো দিনের ভুয়ো টাকা উদ্ধারে সময় বেঁধে দিল নবান্ন, আরও কড়া নির্দেশ
আরও পড়ুন: আগামিকাল ডার্বি ম্যাচের দিন কি কলকাতায় বৃষ্টি হবে, জানুন আবহাওয়ার আপডেট ও পূর্বাভাস
পাশাপাশি এই নেতাদের, সাংগঠনিক বৈঠক করতে হবে এবং সমস্ত জেলাতেই ফ্লেক্স, হোর্ডিং, পোস্টারে ছেয়ে ফেলতে হবে। মূল রাস্তা বা বড় কোনও স্থানে যেমন হোর্ডিং, ফ্লেক্সের ব্যবস্থা করতে বলা হয়েছে, তেমনই গলিতে গলিতে যাতে পোস্টারের ব্যবস্থা করা হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। এ ছাড়াও রাজ্যজুড়ে নবান্ন অভিযানকে সামনে রেখে ১ থেকে ১১ সেপ্টেম্বর বিশেষ মেগা প্রচার কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির। এ ছাড়া কলকাতা-সহ সংলগ্ন এলাকায় জমায়েতের স্থানও ইতিমধ্যেই নির্বাচন করে ফেলেছে বিজেপি। দলীয় সূত্রের খবর, কলেজ স্কোয়ার সাঁতরাগাছি ও হাওড়া ময়দানে অভিযানের দিন সমর্থকরা জড়ো হবেন। এই তিনটি স্থানে শীর্ষ নেতৃত্ব ভাগ করে নিজেরা উপস্থিত থাকবেন। এই তিন স্থানে জমায়েতের পর সমর্থকরা তিনটি আলাদা মিছিল করে যোগ দেবেন নবান্ন অভিযানে।
সব মিলিয়ে একদিকে যেমন জেলায় জেলায় ঘুরে বঙ্গ বিজেপির নেতারা নবান্ন অভিযানের প্রচার করবেন পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রচারে ঝড় তুলে নবান্ন অভিযানকে গণ আন্দোলনের চেহারা দিতে এখন উঠে পড়ে লেগেছে পদ্ম শিবির।
VENKATESWAR LAHIRI
ভেঙ্কটেশ্বর লাহিড়ী