TRENDING:

বাইরে পুলিশ, ভিতরে চলছে ছট পুজো, সরোবর কাণ্ডে প্রশাসনের ব্যর্থতা নিয়ে তোপ দাগল বিজেপি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিয়ম ছিল ৷ নিষেধাজ্ঞাও ৷ আদালতের রায়ও পক্ষে ছিল ৷ কিন্তু তাতেও রক্ষা পেল না পরিবেশ ৷ প্রতি বছরের মতোই এবারেও দূষিত হল রবীন্দ্র সরোবর ৷ রাতভর পুজো, ব্যান্ড পার্টি, শব্দবাজির মধ্যেই ধূমধাম করে পালিত হল ছট ৷
advertisement

কিন্তু কেন ব্রিন বেঞ্চের রায় থাকা সত্ত্বেও আটকানো গেল না রবীন্দ্র সরোবরের ছট পুজো ৷ প্রশাসনের এই ব্যর্থতাই এর জন্য দায়ী বলে সুর চড়াচ্ছে রাজ্য বিজেপি ৷ বিজেপি নেতা শমিক ভট্টাচার্য এ দিন বলেন, ‘এটা প্রশাসনের ব্যর্থতা ৷ প্রশাসন আর দলের মধ্যে যে সূক্ষ্ম ফারাকটা ছিল তাও মুছে ফেলেছে ৷ ভোটের রাজনীতি ছাড়া আর কিছুই বোঝে না সরকার ৷’

advertisement

এ ব্যাপারে প্রশ্ন করা হলে অবশ্য তৃণমূলের মহাসচীব পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি এড়িয়ে যান ৷ তিনি বলেন, ‘বিষয়টি দেখার দায়িত্ব ছিল কলকাতা পুরসভার ৷ সুতরাং এ ব্যপারে তাঁদের প্রশ্ন করলে ভাল ৷ আমি কিছু বলতে পারব না ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে তৃণমূল নেতা মনদন মিত্র বলেন, ‘আমাদের সরকার মানুষের জন্য কাজ করে ৷ আর নিয়ম-কানুন সবই তো মানুষের জন্য ৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাইরে পুলিশ, ভিতরে চলছে ছট পুজো, সরোবর কাণ্ডে প্রশাসনের ব্যর্থতা নিয়ে তোপ দাগল বিজেপি