TRENDING:

নবান্ন অভিযানে উজ্জীবিত বিজেপি, আজ থেকে শুরু দুদিনের সাংগঠনিক বৈঠক

Last Updated:

Bengal BJP: পাখির চোখ পঞ্চায়েত ও লোকসভা ভোট। লক্ষ্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি। কোন পথে শাসক দলের মোকাবিলা? 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বঙ্গ বিজেপির দুদিনের সাংগঠনিক বৈঠকের আজ, রবিবার প্রথম দিন। নবান্ন অভিযানে উজ্জীবিত বিজেপি। রেশ ধরে রাখতে রবিবার এবং সোমবার বৈঠকে বঙ্গ বিজেপির সাংগঠনিক নেতারা। থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, পূর্ণ সময়ের পর্যবেক্ষক মঙ্গল পান্ডে সহ- পর্যবেক্ষক আশা লাকড়া, অমিত মালব্য-সহ অন্যান্য নেতৃত্ব।
বাংলায় নজর বিজেপির৷
বাংলায় নজর বিজেপির৷
advertisement

বিজেপির নবান্ন অভিযান। গঙ্গার দু’পাড়ে ধুন্ধুমার। এই নবান্ন অভিযান থেকেই অক্সিজেনের খোঁজে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপি মনে করছে, মঙ্গলবারের নবান্ন অভিযানের পর দলের কর্মী-সমর্থকরা অনেকটাই উজ্জীবিত। এই রেশ ধরে রাখতে মরিয়া পদ্ম নেতারা। এই পরিস্থিতিতে সময় নষ্ট না করেই আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি রণকৌশল সাজাতে চাইছেন তাঁরা।

আরও পড়ুন: রং চং-এ ঘুড়ি, রঙিন পোশাকের সঙ্গে আরও রঙিন মদন, বিশ্বকর্মা পুজোয় নয়া অবতারে কামারহাটির বিধায়ক

advertisement

রবি এবং সোমবার কলকাতার আইসিসিআর হলে বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির সাংগঠনিক নেতারা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে সুনীল বনসল বর্তমানে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। পূর্ণ সময়ের পর্যবেক্ষক করা হয়েছে বিহারের মঙ্গল পান্ডেকে। অমিত মালভিয়ার সঙ্গে সহ- পর্যবেক্ষক এর দায়িত্ব দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের আশা লাকড়াকে। এ রাজ্যের গেরুয়া শিবিরের সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা সবাই মিলে এই প্রথম বৈঠকে বসছেন। এক কথায় বঙ্গ বিজেপির ফুল টিম আজ ও আগামিকাল বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন।

advertisement

বিজেপি সূত্রের খবর, দু’দিনে মোট ৬ দফায় বৈঠক করবেন তাঁরা। আজ, রবিবারের বৈঠকে থাকবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। সোমবারের বৈঠকে থাকবেন সমস্ত সাংগঠনিক জেলার সভাপতি, জেলা ইনচার্জ এবং আহ্বায়কেরা। একাধিক দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এই ইস্যুকে সামনে রেখে শাসকদলের উপর চাপ বজায় রাখতে মরিয়া বঙ্গ বিজেপি। সূত্রের খবর, এই নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি হতে পারে এই বৈঠকে। বঙ্গ বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ-সহ একাধিক নেতা এই বৈঠকে অংশ নেবেন।

advertisement

আরও পড়ুন: নতুন করে ঘূর্ণাবর্ত! সপ্তাহের শেষে পুজোর মুখে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেনাকাটা মাটি করবে অসুর বৃষ্টি!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভূমিকা থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি যেহেতু দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন তারপর লোকসভা ভোট। এই পরিস্থিতিতে দলকে ঝাঁকুনি দেওয়ার পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোন পথে শাসকদলের মোকাবিলা করা হবে,  সে সম্পর্কেও কলকাতায় দুদিনের সাংগঠনিক বৈঠকের আয়োজন বলে মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্ন অভিযানে উজ্জীবিত বিজেপি, আজ থেকে শুরু দুদিনের সাংগঠনিক বৈঠক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল