TRENDING:

Bjp Candidate: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন

Last Updated:

Bjp Candidate: বিজেপি চমকে দিয়েছে বিশেষ করে বোলপুর কেন্দ্রে। সেখান থেকে প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে। কে এই প্রিয়া সাহা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লোকসভা ভোটের আগেই প্রায় ২০০ প্রার্থীর নাম ঘোষণা করে দিল কেন্দ্রের শাসকদল বিজেপি। শনিবার দিল্লিতে দলের সদর দফতর থেকে ঘোষিত ১৯৫ জন প্রার্থীর মধ্যে রয়েছেন বাংলার ২০ জন। বাংলায় বেশিরভাগ আসনে পুরনো প্রার্থীদের উপরই ভরসা রেখেছে পদ্ম শিবির। তবে বেশ কিছু নতুন মুখও তুলে আনা হয়েছে।
বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা
বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা
advertisement

বিশেষ নজরে যাদবপুর, কাঁথি, ঘাটালের মতো হাইভোল্টেজ কেন্দ্র। বোলপুর, আলিপুরদুয়ারেও নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে, বিজেপি চমকে দিয়েছে বিশেষ করে বোলপুর কেন্দ্রে। সেখান থেকে প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে। কে এই প্রিয়া সাহা? তা নিয়ে রাজ্য রাজনীতিতে গুঞ্জন ছড়িয়েছে।

আরও পড়ুন: ‘পুরনো চালেই’ আস্থা, হুগলি-বিষ্ণুপুরে লকেট-সৌমিত্রকেই ‘কঠিন’ বাজি জিততে পাঠাল বিজেপি

advertisement

জানা গিয়েছে, বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বাড়ি সাঁইথিয়াতে। ২০২১ এর বিধানসভা নির্বাচনেও তাঁকে বিজেপি প্রার্থী করেছিল। হেরে গিয়েছিলেন তিনি। বর্তমানে রাজনীতিতে সক্রিয়ও ছিল না। মহিলা মুখ হিসেবে প্রার্থী করা হল তাঁকে। একুশের ভোটে পরাজিত হওয়ার পরে সেভাবে সক্রিয় বিজেপির কোন কর্মসূচিতেও অংশ নেননি প্রিয়া। পার্টির কোনও পদাধিকারীও নন তিনি।

advertisement

আরও পড়ুন: দেব-হিরণ মুখোমুখি লড়াই? ঘাটালের রণাঙ্গনে হাইভোল্টেজ ভোটযুদ্ধ যেন শুরু আজ থেকেই

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এবার ঘাটালে তৃণমূলের প্রার্থী হবেন দেব, আনুষ্ঠানিক ভাবে এ কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেই সূত্রেই এ বার ঘাটালে তারকা লড়াই। কারণ ঘাটালে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে হিরণ চট্টোপাধ্যায়কে। ফলে লোকসভা কেন্দ্রগুলির মধ্যে ঘাটালের দিকেই আলাদা নজর যে থাকবে, তা বলাই বাহুল্য।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bjp Candidate: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল