একা সুকান্ত মজুমদার নন, একুশে জুলাইয়ের সমাবেশের আগে এ দিন তৃণমূলকে চাপে ফেলতে ফের নয়া হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারীও৷ বিরোধী দলনেতার দাবি, আগামী সপ্তাহেই তৃণমূল সরকারের নতুন দুর্নীতির তথ্য প্রকাশ্যে আনবেন তিনি৷ বিরোধীদের নতুন ইন্ডিয়া জোট নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা৷
শুভেন্দু অধিকারী বলেন, আমাদের যা সাংগঠনিক শক্তি ছিল তাতে এবারে আমরা ৬০ হাজার প্রার্থী দিতে পারতাম। আগামী দিনেও পথে নেমে আন্দোলন করার পাশাপাশি আইনে লড়াই চলবে। আমাদের লক্ষ্য এই তৃণমূল সরকারকে উৎখাত করা। শুধুমাত্র কলকাতায় রাজপথেই মিছিল নয়, আগামী দিনে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করা হবে।
advertisement
যদিও বিজেপি নেতাদের এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷ দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, রাজ্যে কটা ব্লক আছে বিজেপি নেতারা জানেন তো? ৩৪১টা বিডিও অফিস ঘেরাও করতে যা লোক আছে, জোগাড় করতে পারবে তো?