দেখতে উপনির্বাচন, কিন্তু সেখানে কাকে প্রার্থী করা হবে, তাই নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি গেরুয়া শিবিরকে। তার কারণ দলবদলের হিড়িকে বহু নেতা এবং বিধায়কই আতসকাচের তলায়। তাছাড়া গোসাবা, খড়দহ- তৃণমূলের শক্ত ঘাঁটি। কাজল সিনহার মৃত্যুতে খড়দহ প্রার্থী নির্বাচিত হয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। ভবানীপুরে জিতেও সেই আসন তিনি হেলায় ছেড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এখন তিনি লড়বেন খড়দহে, ফলে সব দিক থেকেই চূড়ায় থেকেই লড়বে তার দল।
advertisement
বিজেপি বরং এগিয়ে রাখছিল শান্তিপুর, দিনহাটা এই দুটি আসনকে কারণ এই দুটি আসনে কঠিন সময় দলকে জয় এনে দিয়েছিলেন জগন্নাথ সরকার, নিশীথ প্রামানিক। জগন্নাথ জিতেছিলেন ১৫ হাজারের বেশি ভোটে তবে বেগ পেতে হয়েছিল নিশীথকে। জিতেছিলেন তিনি। এসব সাত-পাঁচ মাথায় রেখে বিজেপি চাইছিল এমন মুখকে বাছতে যারা বিশ্বাসযোগ্য, এই কঠিন সময়ে যারা দলবদল করবে না। উল্লেখ্য শান্তিপুরে শাসক দলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। গোসাবায় তৃণমূল প্রার্থী করেছে সুব্রত মন্ডলকে। দিনহাটায় তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ।
আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডার আর স্বাস্থ্যসাথী, ত্রিপুরার ঘরে ঘরে স্বর্ণসিন্দুকের খবর দেবে তৃণমূল
কমিশন জানিয়েছে এই চার কেন্দ্রে নির্বাচন হবে ৩০ অক্টোবর। ৩ নভেম্বর ফল ঘোষণা হবে এই চার কেন্দ্রে। সব মিলে শারদোৎসব মিটলেই রাজ্যে আবার ভোটের দামামা।