তবে এই পোস্টারের পাশেই আলাদা ভাবে দেখা যাচ্ছে আরও একটি পোস্টার। তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের তরফে পাল্টা এই পোস্টার মঙ্গলবার রাতে লাগানো হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। সাদা রঙের এই পোস্টারে নজর কাড়ছে একটি হ্যাশ ট্যাগ। “মোটা ভাই ভোট নাই” (#MotavaiVoteNai) লেখা একটি ব্যানার নজর কেড়েছে পথচলতি মানুষের। কলকাতা শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই নজরে পড়েছে এই পোস্টার।
advertisement
যদিও তৃণমূলের এই পদক্ষেপকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ” তৃণমূল শুধুমাত্র পোস্টার ব্যানারেই রয়েছে, আগামী নির্বাচনে মানুষ তৃণমূলকে উৎখাত করে ফেলবে।” একদিকে অমিত শাহের এই সভাকে কেন্দ্র করে কটাক্ষের সুর আগাগোড়াই ছিল তৃণমূল কংগ্রেসের গলায়। এবার এই পোস্টারের লড়াই তাতে আলাদা মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।