TRENDING:

Biman Basu: সিনেমা হলে সবান্ধবে বিমান বসু, দর্শকরা ভিড় জমালেন 'অন্য বিমান'-কে দেখতে

Last Updated:

দক্ষিণ কলকাতার এক সিনেমা হলে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারের সঙ্গে অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত' দেখতে গিয়েছিলেন বিমান বসু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সিনেমা দেখতে গেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দক্ষিণ কলকাতার এক সিনেমা হলে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারের সঙ্গে অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত' দেখতে গিয়েছিলেন বিমান বসু।
advertisement

মিটিংয়ে ভাষন দিতে, মিছিলে পা মেলাতে অথবা টেলিভিশনে সাংবাদিক বৈঠক করতে বামফ্রন্ট চেয়ারম্যানকে দেখতে অভ্যস্থ সাধারণ মানুষ। কিন্তু তাই বলে সিনেমা হলে? প্রথমে অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে চাইছিলেন না। কিন্তু হ্যাঁ, ইনি তো বিমান বসুই। পাশে আরও বেশ কয়েকজন পরিচিত নেতা। সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার। বিমান বসু যে একদম সিনেমা হল মুখি হন না, এমনটা নয়। তবে এবারে এলেন বেশ কিছুদিন পর। প্রায় দু'বছর পর শনিবার সিনেমা হলে পা রাখলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান। শনিবার কলকাতার এক সিনেমা হলে 'অপরাজিত' বাংলা সিনেমা দেখতে এসেছিলেন সিপিএমের প্রবীণ নেতারা। বিমান বসু বলেন, "অনেকদিন পর সিনেমা দেখতে এলাম। প্রায় দু'বছর আগে একটি সিনেমা দেখেছিলাম। তারপর আজ আবার হলে এলাম সিনেমা দেখতে।" এর আগে টেলিভিশনে 'বেলাশেষে' তিনি দেখেছেন বলে জানিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান। সিনেমার পরিচালক অনীক দত্ত বলেন, "সিনেমাটা ভাল না খারাপ, সেটা দর্শক বিচার করবেন। তবে প্রচুর মানুষ সিনেমাটা দেখতে আসছেন।"

advertisement

সিনেমা হলে বিমান বসুকে দেখতে পেয়ে দর্শকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। অনেকেই বিমান বসু-সহ সিপিএম নেতৃত্বকে দেখতে পেয়ে মোবাইলে ছবি তুলে রাখেন। সুশান্ত দাস নামে এক দর্শক বলেন, "সিনেমা হলে বিমান বসুকে দেখতে পাওয়া এক আলাদা অভিজ্ঞতা। উপরি পাওনাও বলতে পারেন। সেই অভিজ্ঞতা ধরে রাখতে ছবি তুলে রেখেছি।" স্বপন রায় নামে আরেক দর্শক বলেন, '' প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, একই হলে একই সিনেমা দেখতে এসেছেন বিমান বসু। আসলে রাজনীতির জগতের মানুষরা এরকম সাধারণ মানুষের মত সিনেমা দেখতে আসতে পারেন, এটা প্রথম দেখলাম। বেশ ভাল লাগলো।" সীমা সরকার নামে এক মহিলা দর্শক জানান, "বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীদের আমরা সভা, সমিতি, মিছিলে দেখতে অভ্যস্থ। টিভিতে দেখি গম্ভীর সব রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু আজকে সিনেমা হলে এই নেতাদের দেখে মনে হচ্ছে রাজনীতির বাইরেও তো একটা জীবন আছে, এবং একজন সাধারণ মানুষের মত সবার সঙ্গে সিনেমা দেখতে এসেছেন দেখে ভাল লাগছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা-বিস্কুট দেখেই মুখে পুরেছেন তো 'মরেছেন'! এগুলো আসলে কী বলুন তো?
আরও দেখুন

UJJAL ROY

বাংলা খবর/ খবর/কলকাতা/
Biman Basu: সিনেমা হলে সবান্ধবে বিমান বসু, দর্শকরা ভিড় জমালেন 'অন্য বিমান'-কে দেখতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল