শুক্রবার ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা দিবস। বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতি। তার জেরেই এ’বছর দুই দেশ যৌথভাবে ভাষা দিবস উযাপন করেনি। কিন্তু তবুও রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান আলাদাভাবে ভাষা দিবস উদযাপনের কর্মসূচি নিয়েছে। এবার সেই কর্মসূচিতে নতুন সংযোজন। কলকাতা হাই কোর্টে হল বাংলায় শুনানি। অভিনব এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শুক্রবার আদালতের ১৯ নং কক্ষের সব শুনানি বাংলায় হয়। ইংরেজিতে সওয়াল-জবাব হলেও এই একটা দিন শুধুই বাংলা ভাষাকে সম্মান জানিয়ে বাংলায় শুনানির সিদ্ধান্ত নেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
advertisement
সাধারণত কলকাতা হাই কোর্টে শুনানি হয় ইংরেজিতে। ইংরেজিতেই কথা বলতে হয় আইনজীবীদের। ইদানীং দেশের বেশ কিছু হাইকোর্টের আইনজীবীরা ইংরেজির পাশাপাশি হিন্দিতে সওয়াল করলেও কলকাতা হাই কোর্ট তার স্বতন্ত্রতা বজায় রেখেছে। তবে কলকাতা হাই কোর্টে এই প্রচেষ্টা প্রথম নয়। এর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে টানা এক সপ্তাহ ধরে একাধিক গুরুত্বপূর্ণ মামলার বাংলায় শুনানি হয়েছিল।