advertisement
সংবাদসংস্থা এএনআই-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) বলেন, 'এই খেলায় আমিই ম্যান অফ দ্য ম্যাচ৷ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে তাঁর বিরুদ্ধে লড়াই করে আমি ২৫ হাজারের বেশি ভোট পেয়েছি৷ আমি পরিশ্রম চালিয়ে যাবো৷' ভবানীপুর বিধানসভার (Bhabanipur By Election) ইতিহাসে রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রমাণ করতে চাইলেন, বড় ব্যবধানে হারেও তিনি ভেঙে পড়ছেন না৷
আরও পড়ুন: 'বাংলা আঘাত পেয়েছিল', নন্দীগ্রাম-স্মৃতি মনে করিয়ে ভবানীপুর-ভারতকে ধন্যবাদ মমতার!
যদিও এ দিন হারের পর নিজের সংগঠনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে নিয়েছেন বিজেপি প্রার্থী৷ তিনি বলেন, 'একটি নির্বাচনে শুধুমাত্র একজন প্রার্থীর জয়, পরাজয় হয় না৷ পুরোটাই নির্ভর করে তাঁর সংগঠনের উপরে৷ ভবানীপুরে আমাদের সংগঠন যে দুর্বল ছিল, সেকথা স্বীকার করতে হবে৷'
ভবানীপুরে বিজেপি-র লক্ষ্যই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান কমানো৷ যদিও বিজেপি-র সেই পরিকল্পনা সফল হয়নি৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী৷
পরাজয়ের পর প্রিয়াঙ্কা টিবরেওয়াল অবশ্য অভিযোগ করেছেন, ভবানীপুরের ভোটেও রিগিং করেছে তৃণমূল৷ বিজেপি প্রার্থী বলেন, 'তৃণমূলের সংগঠন মানে রিগিং করা৷ ভবানীপুরেও তাই হয়েছে৷ এটা যদি সংগঠনের শক্তি হয়, তাহলে বলব আমার ওরকম সংগঠনের প্রয়োজন নেই৷'
ভবানীপুরে ভোটের ফল প্রকাশের পর আপাতত প্রিয়াঙ্কার লড়াইয়েই সান্ত্বনা খুঁজছে বিজেপি-ও৷ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও দাবি করেন, ভবানীপুরে ভাল লড়াই করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷