রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিরোধ যেন থেমেও থামছে না। একের পর এক বিষয় নিয়ে ক্রমশই রাজ্যের বিরুদ্ধে সরব হচ্ছেন রাজ্যপাল। গত সপ্তাহে রাজ্যপালকে কড়া ভাষায় চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তার উত্তরে রাজ্যপাল পরপর দুটি চিঠি লিখে কড়া ভাষাতেই উত্তর দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। রাজ্যে করোনাভাইরাস মোকাবিলা নিয়ে বারবার রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল। বিশেষত লকডাউনের বিধি না মানার অভিযোগ নিয়ে সরব হয়ে কয়েক সপ্তাহ আগেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়নের পক্ষে সওয়ালও করেছিলেন। রাজ্যে সোশ্যাল ডিসটেন্স মানা হচ্ছে না বলেও রাজ্যের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।
advertisement
করোনাভাইরাস মোকাবিলায় রাজ্যে সব বিধি মানা হচ্ছে নাকি তা নিয়ে কেন্দ্রের তরফে এ রাজ্যে পাঠানো হয়েছে কেন্দ্রীয় দল। প্রসঙ্গত কেন্দ্রীয় দলকে রাজ্য সরকার কেন অসহযোগিতা করছে তানিয় রাজ্যের বিরুদ্ধে সরব হন রাজ্যপাল। এমনকি গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক টুইট করে মুখ্যমন্ত্রী কে কড়া ভাষায় আক্রমণ করে যাচ্ছেন রাজ্যপাল। বৃহস্পতিবার আরও এক দফা এগিয়ে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার অভিযোগ আনলেন রাজ্যপাল।