TRENDING:

অসুস্থ যাদবপুরের উপাচার্যকে দেখতে হাসপাতালে পৌঁছলেন রাজ্যপাল

Last Updated:

বৃহস্পতিবার ক্যাম্পাসে অশান্তি চলাকালীন সুরঞ্জনবাবু অসুস্থ হয়ে পড়েছিলেন উপাচার্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উপাচার্যকে দেখতে হাসপাতালে আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়। সকাল ১০টা নাগাদ ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে গিয়েছেন তিনি। যাদবপুরের সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষের সঙ্গেও সাক্ষাৎ করেন রাজ্যপাল। দু’জনের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন তিনি।
advertisement

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বাবুল। চশমা খুলে যায় তাঁর। রাজ্যপাল ফোন করেন উপাচার্যকে। পরিস্থিতি সামলাতে এসে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন উপাচার্য। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উপাচার্য সুরঞ্জন দাস।

উপাচার্যের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে নিজেই যান ক্যাম্পাসে। সেখানে বিক্ষোভের মুখেও পড়েন তিনি। উপাচার্যকে ফোন করে তাঁর ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। রাজভবনের বিবৃতিতেও বলা হয়, উপাচার্য ঠিক সময়ে পদক্ষেপ করলে এমন পরিস্থিতি তৈরি হত না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
অসুস্থ যাদবপুরের উপাচার্যকে দেখতে হাসপাতালে পৌঁছলেন রাজ্যপাল