বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে তাই রাস্তার পরিকাঠামো তুলে ধরছে রাজ্য। রাজ্য পূর্ত দফতর বিভিন্ন জেলার শিল্পতালুকে তাই রাস্তার মানোন্নয়নে জোর দিয়েছে। আগামী দু’মাসের মধ্যে পর্যায়ক্রমে প্রায় এক হাজার কিলোমিটার (৯৮৩.৯৫ কিলোমিটার) রাস্তা সংস্কার অথবা নতুন ভাবে তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য খরচ হচ্ছে প্রায় ৩৫২৭ কোটি টাকা। মোট ১১৯টি প্রকল্পের মাধ্যমে এই কাজ করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ঘুমের মধ্যে আচমকা পায়ের শিরায় মারাত্মক টান পড়ে? ব্যথায় কান্না পায়? কী করলে ব্যথা কমবে জেনে নিন
কোনওটির কাজের অগ্রগতি হয়েছে ৯৯ শতাংশ, আবার কোনওটির ক্ষেত্রে ৭৫ শতাংশ। প্রতিটি প্রকল্প ধরে ধরে কাজের অগ্রগতির মূল্যায়ন করেছে পূর্ত দফতর। উত্তর ২৪ পরগনার মুড়াগাছা থেকে কাঁপা মোড় পর্যন্ত কল্যানী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ, হাওড়ার সালকিয়া চণ্ডীতলা রোড, পূর্ব মেদিনীপুরের কাঁথি-খেঁজুরি রোডের সম্প্রসারণ, বীরভূমের আহমেদপুর কীর্ণাহার-রামজীবনপুর রোড, হুগলির মশাট-ধিতপুর রোড, ঝাড়গ্রামের হাতিগেরিয়া কুলটিকরি রোহিনী রোগরা রোড, নদিয়ার তারাপুর-বোলাগরঘাট রোড, মালদহের বামনগোলা-হবিবপুর রোড, আলিপুরদুয়ারের কালচিনি-পাইটকাপাড়া রোড ইত্যাদি।
আরও পড়ুন: একে নোংরা-হলুদ দাঁত-তাতে আবার পচা দুর্গন্ধ! সহজে দাঁত ঝকঝকে করে চকচকে হাসি পান
দার্জিলিং জেলার বেশ কিছু রাস্তাও রয়েছে এই তালিকায়। তালিকায় রয়েছে ছোট বড় ১৪টি সেতুও। এগুলি হয়ে গেলে একেবারে প্রান্তিক এলাকায় ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’ উন্নত হবে বলেই জানাচ্ছে রাজ্যের প্রশাসনিক মহল। কেন্দ্র টাকা না দেওয়ায় নিজের কোষাগার থেকে ৯ হাজার কোটি টাকা খরচ করে ৩২ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জাতীয় সড়ক ও রাজ্য সড়ক উভয়ের পরিকাঠামো রাজ্যে যথাযথ। একাধিক শিল্প তালুক সংযুক্ত হবে যে সব রাস্তার সঙ্গে সেগুলিকেও দ্রুত সংযুক্ত করা হবে। আগামী দিনে রাজ্যের প্রতি প্রান্তে দ্রুত যাতায়াতের জন্য রাস্তা আরও চওড়া করা হচ্ছে।
আবীর ঘোষাল