আরও পড়ুন: 'বিরোধী জোট এককাট্টা রয়েছে, ১৩-১৪ তারিখ দেখা হবে দিল্লিতে’: মমতা বন্দ্যোপাধ্যায়
টার্গেট রাজ্যে আরও বিনিয়োগ। সেই লক্ষ্যেই ২০১৫ সাল থেকে শিল্প সম্মেলন করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে নিউটাউনে শুরু দু'দিনের শিল্প সম্মেলন। আমন্ত্রিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
আরও পড়ুন: BGBS 2019: রাজ্যের হাতিয়ার উন্নয়ন, মুখ্যমন্ত্রীর নজর একাধিক শিল্পে, লক্ষ্য দেশ-বিদেশের পুঁজি টানা
advertisement
সম্মেলনে আমন্ত্রিত ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, হাঙ্গেরি, চিন, জাপান
- আমন্ত্রিত লাতিন আমেরিকার বিভিন্ন দেশও
- সম্মেলনের থিম কানট্রি ব্রিটেন ও লুক্সেমবার্গ
- পার্টনার কানট্রি মোট ১২ দেশ
দেশ-বিদেশের একঝাঁক শিল্পপতি। ঠিক যেন তারকার সমাবেশ।
- সম্মেলনে আমন্ত্রিত মুকেশ আম্বানি, আদি গোদরেজ-সহ দেশের তাবড় শিল্পপতিরা
- সব মিলিয়ে থাকবেন দেশ-বিদেশের মোট ৪ হাজার প্রতিনিধি
শিল্প সম্মেলন ঘিরেই সেজে উঠছে নিউটাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার।