একটি সাংবাদিক বিবৃতিতে এনআরএস-এ আন্দোলনকারী ডাক্তারদের দাবি, সংবাদমাধ্যমের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চান তাঁরা৷ বৈঠকের লাইভ টেলিকাস্ট করার শর্ত দিলেন তাঁরা৷ আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রী তাঁর ইচ্ছেমতো যে কোনও জায়গায় বৈঠক করুন৷ তাঁরা যোগ দিতে রাজি৷ তবে বৈঠক করতে হবে সংবাদমাধ্যমের উপস্থিতিতে৷ বৈঠকের লাইভ টেলিকাস্ট করতে হবে৷
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঘটনায় আজ জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছিল৷ আজই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা ছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলের৷ বৈঠকে যোগ দিতেন রাজ্যের ১৪টি মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2019 10:36 AM IST