TRENDING:

মিডিয়া থাকবে, বৈঠকের লাইভ টেলিকাস্ট চাই, দাবিতে ফের আন্দোলনেই অনড় জুনিয়র ডাক্তাররা

Last Updated:

একটি সাংবাদিক বিবৃতিতে এনআরএস-এ আন্দোলনকারী ডাক্তারদের দাবি, সংবাদমাধ্যমের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চান তাঁরা৷ বৈঠকের লাইভ টেলিকাস্ট করার শর্ত দিলেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে স্বীকার করেও আন্দোলন চালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিলেন এনআরএস-এর জুনিয়র ডাক্তাররা৷ আজ অর্থাত্‍‌ সোমবার এনআরএসে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নতুন করে জটিলতা তৈরি হল৷ আন্দোলনকারীদের পাশে দাঁড়াল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন৷
advertisement

একটি সাংবাদিক বিবৃতিতে এনআরএস-এ আন্দোলনকারী ডাক্তারদের দাবি, সংবাদমাধ্যমের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চান তাঁরা৷ বৈঠকের লাইভ টেলিকাস্ট করার শর্ত দিলেন তাঁরা৷ আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রী তাঁর ইচ্ছেমতো যে কোনও জায়গায় বৈঠক করুন৷ তাঁরা যোগ দিতে রাজি৷ তবে বৈঠক করতে হবে সংবাদমাধ্যমের উপস্থিতিতে৷ বৈঠকের লাইভ টেলিকাস্ট করতে হবে৷

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঘটনায় আজ জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছিল৷ আজই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা ছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলের৷ বৈঠকে যোগ দিতেন রাজ্যের ১৪টি মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মিডিয়া থাকবে, বৈঠকের লাইভ টেলিকাস্ট চাই, দাবিতে ফের আন্দোলনেই অনড় জুনিয়র ডাক্তাররা