TRENDING:

WB Bypoll Election| বাহিনী নিয়ে বড় সিদ্ধান্ত, চার কেন্দ্রের উপনির্বাচনে রাশ আলগা করতে চায় না কমিশন

Last Updated:

WB Bypoll Election| চারটি কেন্দ্রে বাড়ানো হলো কেন্দ্রীয় বাহিনী। দিনহাটা তেই সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আসন্ন উপনির্বাচনে বাড়ল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর আরও ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হল। বৃহস্পতিবারই আরো ১২ কোম্পানি বাড়িয়ে মোট ৯২ কোম্পানি চারটি কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর প্রয়োজনে আরও বাহিনী বাড়াতে পারে কমিশন। ৩০  অক্টোবরের উপনির্বাচনে কমিশনের নজরে এবার কোচবিহারের দিনহাটা।
সেনা মোতায়েন নিয়ে বড় সিদ্ধান্ত  কমিশনের।
সেনা মোতায়েন নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের।
advertisement

কমিশন সূত্রে খবর চারটি কেন্দ্রে উপ নির্বাচনের জন্য সবথেকে বেশি দিনহাটা কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সম্প্রতি দিনহাটা তে বিজেপি প্রার্থী কে ঘিরে বিক্ষোভ-সহ সামগ্রিক পরিস্থিতি কে বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর।

কমিশন সূত্রে জানা গিয়েছে দিনহাটাতে বাহিনী বাড়িয়ে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি শান্তিপুর ২২কোম্পানি, খরদহ তে ২০ কোম্পানি, গোসাবা তে ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে এই চারটি কেন্দ্রের উপনির্বাচনের জন্যই ১০০% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে।সে ক্ষেত্রে যদি একটি ভোট গ্রহণ কেন্দ্র একটি বুথ থাকে তাহলে চারজন কেন্দ্রীয় বাহিনী, একটি ভোট গ্রহণ কেন্দ্র দুটো থেকে চারটি বুথ থাকলে আটজন কেন্দ্রীয় বাহিনী, পাঁচটি থেকে আটটি বুথ একটি ভোট গ্রহণ কেন্দ্র থাকলে ১৬ জন কেন্দ্রীয় বাহিনী, ন'টি বা তার বেশি বুথ একটি ভোট গ্রহণ কেন্দ্র থাকলে ২৪ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

advertisement

অন্য দিকে সোমবার নির্বাচনী প্রচার চলাকালীন দিনহাটায় বিজেপি প্রার্থীর ওপর বিক্ষোভ ঘটনাকে কেন্দ্র করে রিপোর্ট করা হয় কমিশনের তরফে। কমিশন সূত্রে খবর সেই রিপোর্ট জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কমিশনকে পাঠিয়েছে ভিডিও ফুটেজ-সহ।

ইতিমধ্যেই ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। পাশাপাশি এলাকার নতুন করে যেতে আইন শৃঙ্খলা অবনতি না হয় তার জন্য প্রয়োজনীয় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে। সিইও এর সঙ্গে বৈঠক করতে। প্রসঙ্গত গত মঙ্গলবার বিজেপি তরফে নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর দাবি রাখা হয়। বিজেপির তরফ এর প্রত্যেকটি কেন্দ্রে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি করা হয়।

advertisement

আরও পড়ুন-'বিজেপি কাঁকড়ায় ভরা দল'! শুভেন্দুকে নাম না করে নৈতিকতার পাঠ! বাবুলের তোপ যেন শক্তিশেল!

আপাতত ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী বাড়তে পারে বলেও কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশন সূত্রের খবর ন্যূনতম ৫০% বুথে ওয়েব কাস্টিং হয় সেই বিষয়ে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। যদিও কত শতাংশ ভোটে ওয়েব কাস্টিং এবং মাইক্রো অবজারভার থাকবে ৩০ অক্টোবরের উপনির্বাচনে আগামী সপ্তাহেই তা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে বলেই কমিশন সূত্রে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

-সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Bypoll Election| বাহিনী নিয়ে বড় সিদ্ধান্ত, চার কেন্দ্রের উপনির্বাচনে রাশ আলগা করতে চায় না কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল