অভিযোগ ছিল ভুরিভুরি। এবার তাই কড়া কেন্দ্রীয় সরকার। নতুন বছরে একশো দিনের কাজে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।এবার থেকে মনরেগা প্রকল্পে শ্রমিক-সহ অন্যান্য কর্মীদের হাজিরা নেওয়া হবে ডিজিটাল পদ্ধতিতে। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই হাজিরা নেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গত ২৩ ডিসেম্বর এই বিষয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। একশো দিনের কাজে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অনেক আগেই।
advertisement
আরও পড়ুন: ইডির এক তলবেই ফের রাতের ঘুম উড়ল অনুব্রতর, বড় রহস্যভেদের অপেক্ষা!
পরীক্ষামূলক ভাবে ডিজিটাল হাজিরা নেওয়া চালু হয় গত মে মাসে। নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে একশো দিনের কাজে হাজিরা নেওয়ার কাজ শুরু হবে। কোন কাজে যুক্ত, ছুটির সময় কী, কাজের জায়গার লোকেশন-সহ সংশ্লিষ্ট কর্মীর ছবি যুক্ত করা হবে এই মোবাইল অ্যাপে। এই কাজের দায়িত্ব দেওয়া হবে একশো দিনের কাজে যুক্ত সুপারভাইজারদের। মনরেগা প্রকল্প নিয়ে বিভিন্ন রাজ্য থেকেই দফায় দফায় দুর্নীতির অভিযোগ এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে।
আরও পড়ুন: মাতৃবিয়োগ প্রধানমন্ত্রীর, তবু 'কর্মে' বিরতি নয়! ভার্চুয়ালি কলকাতার একগুচ্ছ অনুষ্ঠানে থাকবেন মোদি
এরাজ্যেও এই প্রকল্পে দুর্নীতি-সহ টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে যথেষ্ট কড়া। সমস্ত অভিযোগের প্রেক্ষিতে রাজ্য পদক্ষেপ করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।