TRENDING:

Bengal Bjp: ১০০ দিনের কাজে ডিজিটাল পদক্ষেপ কেন্দ্রের, তাতেও আশা দেখছে না বঙ্গ বিজেপি!

Last Updated:

Bengal Bjp: ১০০ দিনের কাজে বড় পদক্ষেপ কেন্দ্রের। ডিজিটাল পদ্ধতিতেও আশার আলো দেখছে না বঙ্গ বিজেপি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  'কেন্দ্রের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি । কারণ কেন্দ্রীয় সরকারকেও কারোর কাছে জবাবদিহি করতে হয়। CAG রিপোর্টের পরিপ্রেক্ষিতে। ডিজিটাল মাধ্যমে দুর্নীতিকে বন্ধ করা যাবে না। কারণ তৃণমূল এই দুর্নীতিকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বর্তমান সরকারের বিসর্জন না হলে এগুলো বন্ধ করা সম্ভব নয়'। বলছে পদ্ম শিবিরের নেতা শমীক ভট্টাচার্য। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এও বলেন,' আমরা প্রতিদিনই বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছি। কেন্দ্রকে নালিশ জানাচ্ছি। কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে। কিন্তু তারপরও যদি রাজ্য সরকার তথা শাসক দল দুর্নীতিকেই প্রশ্রয় দেয় তাহলে কিভাবে ঠেকানো সম্ভব দুর্নীতি কিম্বা বেনিয়ম? তাই একমাত্র বিকল্প হচ্ছে সরকারের পরিবর্তন ঘটিয়ে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করা'।
বিজেপির আশঙ্কা
বিজেপির আশঙ্কা
advertisement

অভিযোগ ছিল ভুরিভুরি। এবার তাই কড়া কেন্দ্রীয় সরকার। নতুন বছরে একশো দিনের কাজে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।এবার থেকে মনরেগা প্রকল্পে শ্রমিক-সহ অন্যান্য কর্মীদের হাজিরা নেওয়া হবে ডিজিটাল পদ্ধতিতে। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই হাজিরা নেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গত ২৩ ডিসেম্বর এই বিষয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। একশো দিনের কাজে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অনেক আগেই।

advertisement

আরও পড়ুন: ইডির এক তলবেই ফের রাতের ঘুম উড়ল অনুব্রতর, বড় রহস্যভেদের অপেক্ষা!

পরীক্ষামূলক ভাবে ডিজিটাল হাজিরা নেওয়া চালু হয় গত মে মাসে। নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে একশো দিনের কাজে হাজিরা নেওয়ার কাজ শুরু হবে। কোন কাজে যুক্ত, ছুটির সময় কী, কাজের জায়গার লোকেশন-সহ সংশ্লিষ্ট কর্মীর ছবি যুক্ত করা হবে এই মোবাইল অ্যাপে। এই কাজের দায়িত্ব দেওয়া হবে একশো দিনের কাজে যুক্ত সুপারভাইজারদের। মনরেগা প্রকল্প নিয়ে বিভিন্ন রাজ্য থেকেই দফায় দফায় দুর্নীতির অভিযোগ এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে।

advertisement

আরও পড়ুন: মাতৃবিয়োগ প্রধানমন্ত্রীর, তবু 'কর্মে' বিরতি নয়! ভার্চুয়ালি কলকাতার একগুচ্ছ অনুষ্ঠানে থাকবেন মোদি

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এরাজ্যেও এই প্রকল্পে দুর্নীতি-সহ টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে যথেষ্ট কড়া। সমস্ত অভিযোগের প্রেক্ষিতে রাজ্য পদক্ষেপ করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: ১০০ দিনের কাজে ডিজিটাল পদক্ষেপ কেন্দ্রের, তাতেও আশা দেখছে না বঙ্গ বিজেপি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল