TRENDING:

Bengal BJP Samik Bhattacharya on SIR: তৃণমূলের 'মৃত্যুঘণ্টা' বাজানোর হুঙ্কার শমিকের! দাবি, 'সব বাধা গুঁড়িয়ে দিয়ে বাংলায় এসআইআর হবে'

Last Updated:

Bengal BJP Samik Bhattacharya on SIR in West Bengal: রবিবার রাজধানীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বক্তব্যের পরই কীভাবে বাংলায় এসআইআর রুখতে হয় তা পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল কংগ্রেস। এবার মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রবিবার রাজধানীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বক্তব্যের পরই কীভাবে বাংলায় এসআইআর রুখতে হয় তা পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল কংগ্রেস। এবার মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য।
শমিক ভট্টাচার্য
শমিক ভট্টাচার্য
advertisement

এসআইআপ প্রসঙ্গে ইলেকশন কমিশনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শমিক বলেন, ‘এটা সারা দেশে হবে। এটাই প্রক্রিয়া। এর মধ্যে কেউ যদি মৃত্যু ঘণ্টা শুনতে পায় তাহলে আমাদের কিছু করার নেই। বাধা আসলে বাধা গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে।’ রাহুল গান্ধির ‘ভোট চুরি’ বক্তব্যেরও তীব্র প্রতিবাদ করেন শমিক। বলেন, ‘রাহুল গান্ধির কথা কংগ্রেসের নেতারা গুরুত্ব দেয় না। বাংলার মানুষ অচেতন নয়। মানুষ সব জবাব দেবে।’

advertisement

তিনি আরও বলেন, ‘আমি নির্বাচন কমিশনের মুখপাত্র না। কেন্দ্রের সরকার ভারত সরকার। মানুষ নিচ্ছে না আর এগুলো। তৃণমূলের কথা পরিষ্কার। বাংলাদেশি মৃত ভোটার তাঁরা ভোটার তালিকায় রাখবে। আমরা নির্বাচন কমিশনের নেতৃত্বে সঠিক ত্রুটি মুক্ত ভোটার তালিকা নিয়ে ইলেকশন করব।’

আরও পড়ুন: ইচ্ছে থাকলে মানুষ সব পারে! প্রমাণ দিলেন জাল টেনে মাছ ধরা কাঁথির যাদব, আজ তিনি IIT-র প্রফেসর

advertisement

বিহার ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে বিতর্কের মাঝে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গও উঠে আসে। পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে, তা জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে।

ওই সময় সাংবাদিক বৈঠকে অপর দুই নির্বাচন কমিশনার সুখবির সিংহ সাঁধু এবং বিবেক জোশীও উপস্থিত ছিলেন। জ্ঞানেশ জানান, তাঁরা তিন জনে মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে কবে থেকে এসআইআর শুরু হবে, তা পরবর্তী কালে সঠিক সময়ে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

advertisement

আরও পড়ুন: IIT এবং NIT-তে ভর্তি হতে কত খরচ হয়? BTech 2025 ভর্তি হওয়ার আগে জরুরি তথ্য জানুন

শমিক এদিন আরও জানান, ‘আগামী ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গসফরের কথা। যশোর রোডে ফ্ল্যাগ অফ করবেন মেট্রো রেলের। তারপর এই মাঠে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দেবেন দমদমে। ৪৩ টি রেল প্রোজেক্ট আটকে আছে এ রাজ্যে এই মুহূর্তে সরকারের জমি না দেওয়ার কারণে। সেক্টর ৫ থেকে কলকাতার কানেকটিভিটি বন্ধ হয়ে আছে চিংড়িঘাটার জমি জটের কারণে। সুজিত বসুর সঙ্গে কথা হয়েছে আমার। অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। বাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট সেটা পূরণ করছেন মোদি। কিন্তু রাজ্য সরকারের কেন্দ্রীয় বিরোধিতায় বঞ্চিত হচ্ছে রাজ্যের মানুষ । প্রকল্পের নাম বদল করছে রাজ্য। জমি জটের কারণে রেল রাস্তা বর্ডারের সিকিউরিটি অনেকটা কাজ আটকে আছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সুস্মিতা মণ্ডল

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP Samik Bhattacharya on SIR: তৃণমূলের 'মৃত্যুঘণ্টা' বাজানোর হুঙ্কার শমিকের! দাবি, 'সব বাধা গুঁড়িয়ে দিয়ে বাংলায় এসআইআর হবে'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল