TRENDING:

Darjeeling: 'পাহাড়ের ভবিষ্যৎ বিজেপিই', 'খেলা' ঘুরতেই দার্জিলিংয়ে ফের গেরুয়া ছক!

Last Updated:

Darjeeling: 'বিনয় তামাংয়ের পাহাড়ে কোনও জনভিত্তি নেই। পাহাড়ের মানুষের গণতন্ত্র হত্যা করেছে তৃণমূল'। বলছে পদ্ম শিবির। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী,  কলকাতা- 'বিনয় তামাং যখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তখনকার থেকে এখনকার তৃণমূলের কি চরিত্রের কোনও পরিবর্তন হয়েছে? বিনয় তামাংয়ের পাহাড়ে কোনও জনভিত্তি নেই। পাহাড়ের মানুষের গণতন্ত্র হত্যা করেছে তৃণমূল কংগ্রেস। পাহাড়কে অস্থির করার জন্য দায়ী তৃণমূল। সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে পাহাড়ে ধ্বংস করেছে রাজ্যের শাসক দল। পাহাড়ের মানুষ জানেন একমাত্র স্থায়িত্ব দিতে পারে বিজেপিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের কাজ হচ্ছে পাহাড়ে। পাহাড়ের ভবিষ্যৎ বিজেপিই। কে কোথায় গেল আর কে কোথায় এল তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র বিজেপি। তৃণমূল নয়'। বিনং তামাংয়ের তৃণমূল ত্যাগ প্রসঙ্গে ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।
দার্জিলিং নিয়ে আসরে বিজেপি
দার্জিলিং নিয়ে আসরে বিজেপি
advertisement

প্রসঙ্গত, বুধবার পাহাড়ের রাজনীতিতে হঠাৎই রং বদল৷ বদলে গেল পাহাড়ের রাজনীতির সমীকরণ৷ তৃণমূল ছেড়ে দিলেন পাহাড়ের নেতা বিনয় তামাং৷ দার্জিলিং পুরসভার রাজনৈতিক ডামাডোলের মধ্যেই হঠাৎই বদলে গেল সবটা৷ শুধু দল ছাড়লেন তা নয়, দল ছেড়েই শাসকদলের বিরুদ্ধে মুখ খুললেন তিনি৷ বললেন, ‘দার্জিলিংয়ে গণতন্ত্র বিপন্ন'।

আরও পড়ুন: 'কোটি কোটি পরিবারের কাছে পৌঁছবে'... সোমবার কী ঘোষণা করবেন মমতা? তুমুল চর্চা রাজনৈতিক মহলে

advertisement

এক প্রেস বিবৃতিতে  বিনয় জানিয়েছেন, দার্জিলিংয়ে গণতন্ত্র এখন প্রশ্নের মুখে পড়েছে৷ পাহাড়ে দুর্নীতি আটকে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি জীবন বাজি রাখতেও রাজি, একথাও বলেছেন৷ দার্জিলিং পুরসভা নিয়ে এমনিতেই রাজনৈতিক ডামাডোল চলছে৷ বুধবার দার্জিলিং পুরসভার কার্যত দখল নিয়ে নিয়েছে অনীত থাপার দল৷ দার্জিলিং পুরসভায় এসেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম৷

আরও পড়ুন: মোদির সফরের আগেই বৈঠকে শুভেন্দু-সুকান্তরা, জল্পনা ছড়াল হুহু করে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও দার্জিলিংয়ের এই আস্থা ভোটে অংশ নেয়নি হামরো পার্টি৷ বুধবার অনাস্থা প্রস্তাব পেশ করা হয় দার্জিলিং পুরসভায়৷ কিন্তু আস্থা ভোটের সময়ে সেখানে হাজির হননি হামরো পার্টির ১৪ জন সদস্য৷ বিজিবিএম-এর ১৪ ও তৃণমূলের দু’জনও ছিলেন৷যদিও অনীত থাপাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলে অজয় এডওয়ার্ডের নেতৃত্বে থাকা হামরো পার্টি৷ কাউন্সিলর কেনাবেচার মারাত্মক অভিযোগে সরব হয় হামরো পার্টি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Darjeeling: 'পাহাড়ের ভবিষ্যৎ বিজেপিই', 'খেলা' ঘুরতেই দার্জিলিংয়ে ফের গেরুয়া ছক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল