Bengal Bjp: মোদির সফরের আগেই বৈঠকে শুভেন্দু-সুকান্তরা, জল্পনা ছড়াল হুহু করে
- Published by:Suman Biswas
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Bengal Bjp: প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠান স্থলে কোন কোন নেতৃত্ব উপস্থিত থাকবেন আলোচনা হয় তা নিয়েও।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে বুধবার রাতে রাজ্য দফতরে জরুরি বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা বৈঠকে বসেছিলেন। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে কিভাবে তাঁকে স্বাগত জানানো হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠান স্থলে কোন কোন নেতৃত্ব উপস্থিত থাকবেন আলোচনা হয় তা নিয়েও।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ হাওড়া স্টেশন পরিদর্শনে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, মঙ্গল পান্ডের মতো শীর্ষ নেতৃত্ব। আগামীকাল হাওড়া স্টেশন থেকেই বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতেই হাওড়া স্টেশন পরিদর্শনে যাবেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এদিনের বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়েও একপ্রস্থ আলোচনা হয় বলে বিজেপি সূত্রের খবর। বৈঠকে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সতীশ ধন্দ সহ পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে থাকা নেত্রী দেবশ্রী চৌধুরী ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দও।
advertisement
আরও পড়ুন: 'কোটি কোটি পরিবারের কাছে পৌঁছবে'... সোমবার কী ঘোষণা করবেন মমতা? তুমুল চর্চা রাজনৈতিক মহলে
advertisement
মূলত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আন্দোলনমুখী রাখাই এখন বিজেপির প্রধান টার্গেট।অন্যদিকে ভোট কবে হবে তার কোনও দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও দলকে মূলত আন্দোলনমুখী রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। গ্রাম বাংলার ভোট। এই পরিস্থিতিতে অনেক আগে থেকেই সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের প্রস্তুতির পাশাপাশি বৈঠকে চর্চা হয় পঞ্চায়েত ভোট নিয়েও বলে জানা গেছে।
advertisement
রাজ্যে প্রধানমন্ত্রীর সফরে তাঁকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানাতে নানান পরিকল্পনা নিয়েও দলের মুরলীধর লেন সেনের রাজ্য দফতরে বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে বিজেপির এক নেতার দাবি। কলকাতা বিমানবন্দরে সুকান্ত- শুভেন্দু সহ রাজ্য নেতৃত্ব শুক্রবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের ফাঁকে সুযোগ পেলে রাজ্যের আইন-শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়ে নালিশ জানানোরও পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের। প্রসঙ্গত, আগামীকাল ৩০ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2022 10:14 AM IST