TRENDING:

বিজেপি নেতারা বলেছিলেন ১৫ সেপ্টেম্বর বোমা ফাটবে... কী বোমা ? কৌতূহল তুঙ্গে

Last Updated:

কী বোমা ফাঠাবেন? বিজেপি শিবিরের কেউই ‘ডিসক্লোজ’ করতে রাজি নয়, আপাতত তা ‘গোপন’-ই থাক। বললেন এক শীর্ষ নেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ি, কলকাতা: কয়েকদিন আগে বিজেপি নেতৃত্ব প্রকাশ্যেই বলেছিল, ১৫ সেপ্টেম্বর আজ, বৃহস্পতিবার তৃণমূলের অনৈতিক কাজের বিরুদ্ধে তথ্য প্রমাণ-সহ সাংবাদিক সম্মেলন করে একাধিক বোমা ফাটানো হবে। আজ সেই বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার সাংবাদিক বৈঠকের দিকে নজর রাজনৈতিক মহলের।
বিজেপি নেতারা বলেছিলেন ১৪ সেপ্টেম্বর বোমা ফাটবে... কী বোমা ? কৌতূহল তুঙ্গে
বিজেপি নেতারা বলেছিলেন ১৪ সেপ্টেম্বর বোমা ফাটবে... কী বোমা ? কৌতূহল তুঙ্গে
advertisement

কী বোমা ফাঠাবেন? বিজেপি শিবিরের কেউই ‘ডিসক্লোজ’ করতে রাজি নয়, আপাতত তা ‘গোপন’-ই থাক। বললেন এক শীর্ষ নেতা। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, এই দুই নেতার ঘনিষ্ঠ মহলের কথায়, ‘‘সাম্প্রতিককালে যে ক’টি সাংবাদিক সম্মেলন হয়েছে তার থেকে আজকের দুই নেতার যে সাংবাদিক সম্মেলন তা শাসকদল তৃণমূল কংগ্রেস এবং সরকারকে রীতিমত অস্বস্তিতে ফেলবে শুধু তা বলতে পারি।’’ আর এ নিয়েই কৌতুহল।

advertisement

আরও পড়ুন- ‘ডোন্ট টাচ মাই বডি’ - বিধানসভার অলিন্দেও তুমুল আলোচনা এই বাক্য ঘিরে

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বেলা ১২ টায় রাজ্য দফতর মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভায় বেলা ১টায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন। ইতিমধ্যেই আজকের সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু নিয়ে কিছু বলতে না চাইলেও তাঁরা যে ‘বিশেষ’ বিষয় আজ সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করবেন তা জানিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার।

advertisement

আরও পড়ুন- ‘মাথায় গুলি করতেন ?’...অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমাজবিরোধী বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দুর্নীতির অভিযোগে দলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের ঠিকানা এখন জেল। একাধিক ইস্যুতে শাসক দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েই চলেছে বঙ্গ বিজেপি। সব মিলিয়ে রীতিমতো যে অস্বস্তিতে পড়ে রয়েছে জোড়াফুল শিবির, তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে পদ্মফুল শিবিরের দুই নেতা শুভেন্দু-সুকান্তর আজকের পৃথক সাংবাদিক সম্মেলনের ডাক শেষ পর্যন্ত তৃণমূলের অস্বস্তি আরও বাড়ায় কি না তার উত্তর দেবে সময়ই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি নেতারা বলেছিলেন ১৫ সেপ্টেম্বর বোমা ফাটবে... কী বোমা ? কৌতূহল তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল