আরও পড়ুনঃ ছুটি ছুটি ছুটি! সেপ্টেম্বর প্রথম সপ্তাহেই স্কুল-কলেজ-অফিসে ছুটি! কবে বন্ধ থাকবে…?
সাংগঠনিক বৈঠকে সুনীল বনসলরা কী বার্তা দেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। জানা গিয়েছে, ২ দিনের মধ্যে একদিন সল্টলেক সেক্টর ফাইভের একটি হোটেলে সাংগঠনিক বৈঠক হবে। অন্যদিন সেক্টর ফাইভে দলীয় দফতরে বৈঠক হওয়ার কথা। বুথ সশক্তিকরণ, উৎসব পর্ব ও দলীয় নেতা কর্মীদের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হবে। আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই সাংগঠনিক বৈঠকে আগামী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ২ দিনের এই সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ছাড়াও অমিত মালব্য ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের থাকার কথা।
advertisement
বৈঠকে দেখা যেতে পারে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এই নিয়ে জল্পনা বাড়ছে। আর তা শুরু হলে ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্মে দলীয় নেতা-কর্মীদের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলের সেল ও মোর্চাগুলিকে নিয়ে আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, আগামী ৩ সেপ্টেম্বর রাজ্য বিজেপির প্রধান কার্যালয় ৬ মুরলীধর সেন লেনে দলের কর্মীদের অভাব অভিযোগ শুনবেন শমীক ভট্টাচার্য্য। তবে আগামী নির্বাচনের আগে ঘর গোছাতে যে মরিয়া বিজেপি তা নবনির্বাচিত রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর বেশি করে স্পষ্ট।