একুশে ২০০ পারের লক্ষ্য নিয়ে শুরু করে স্বপ্ন ভেঙে খানখান। গত বিধানসভা নির্বাচনে হারের ময়না তদন্তের রিপোর্টে মূল কারণ উঠে আসে দুর্বল সংগঠন। এই অবস্থায় রাজ্যে সংগঠনের কাঠামো পরিবর্তনে উদ্যোগী হচ্ছে বঙ্গ বিজেপি। দলের কাঠামোয় বড়সড় বদল আনতে চলেছে গেরুয়া শিবির। এমনটাই খবর বিজেপি সূত্রে। সংগঠনের শক্তি বাড়াতে বঙ্গ বিজেপির ভরসা গুজরাত মডেল। বর্তমানে এ রাজ্যে সংগঠনে বুথ কমিটির উপরে রয়েছে শক্তিকেন্দ্র ও মণ্ডল কমিটি। তার উপরে রয়েছে জেলা কমিটি। এর মাঝে আরও দুটি স্তর তৈরির আলোচনা চলছে পদ্মশিবিরে।
advertisement
৭টি বুথ নিয়ে তৈরি হয় একটি শক্তি কেন্দ্র। বাংলায় বুথ কমিটি প্রায় ৭০ হাজার। এই বুথ কমিটির উপরে রয়েছে মণ্ডল কমিটি। সূত্রের খবর, বিজেপি চাইছে মণ্ডল কমিটির নীচে থাকবে অঞ্চল কমিটি। পুর এলাকায় যার নাম হবে ওয়ার্ড কমিটি। এছাড়া নতুন কাঠামোয় জেলা কমিটির নীচে প্রতিটি ব্লকে থাকবে একটি করে কমিটি। ৪২টি জেলা কমিটির অধীনে এ রকম ৩৪১টি ব্লক স্তরের কমিটি থাকবে। ব্লক স্তরের কমিটির মাথায় একজন করে কনভেনার থাকবেন।
আরও পড়ুন : হাতে জাতীয় পতাকা! অর্জুনের গড়ে 'তেরঙ্গা যাত্রায়' শুভেন্দু অধিকারী, স্লোগানে বললেন...
সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাক্ষাত করেছেন অমিত শাহ থেকে নাড্ডার সঙ্গে। সুকান্ত মজুমদারও দরবার করেছেন দিল্লির নেতাদের কাছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার শেষ বঙ্গ সফরেও সংগঠনের দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এই সাংগঠনিক দুর্বলতা দূর করতে এবার কাঠামো বদলের পথে বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শুধু গুজরাত কেন, যে সাংগঠনিক কাঠামোয় দেশের অন্যান্য রাজ্যে বিজেপি ভাল ফল করেছে, সেই মডেল এ রাজ্যের সংগঠন মজবুত করার লক্ষ্যে ব্যবহার করা হবে'।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী