TRENDING:

Exclusive || Bengal BJP: পাখির চোখ 'চব্বিশ'! বঙ্গ বিজেপিতে এবার 'গুজরাত মডেল', বড় সিদ্ধান্তের পথে নেতৃত্ব

Last Updated:

Bengal BJP: বাংলা দখলের ক্ষেত্রে অন্তরায় সংগঠন। মনে করছে গেরুয়া শিবির। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড় সিদ্ধান্তের পথে নেতৃত্ব#কলকাতা: টার্গেট চব্বিশ। বঙ্গে বিজেপির সংগঠনে বদল আসতে চলেছে। দলের কাঠামোয় বড়সড় বদল আনতে চলেছে বিজেপি। বঙ্গ পদ্মের নেতাদের এখন ভরসা গুজরাত মডেল।  চব্বিশে লোকসভা নির্বাচন। তেইশে বঙ্গে পঞ্চায়েত ভোট। কিন্তু, রাজ্যে পদ্মের সংসার যেন 'ভাঙা হাট'। ঘরোয়া কোন্দল থেকে দলত্যাগের ধাক্কা। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে বিজেপি।
বিজেপির নতুন প্ল্যান
বিজেপির নতুন প্ল্যান
advertisement

একুশে ২০০ পারের লক্ষ্য নিয়ে শুরু করে স্বপ্ন ভেঙে খানখান। গত বিধানসভা নির্বাচনে হারের ময়না তদন্তের রিপোর্টে মূল কারণ উঠে আসে দুর্বল সংগঠন। এই অবস্থায় রাজ্যে সংগঠনের কাঠামো পরিবর্তনে উদ্যোগী হচ্ছে বঙ্গ বিজেপি। দলের কাঠামোয় বড়সড় বদল আনতে চলেছে গেরুয়া শিবির। এমনটাই খবর বিজেপি সূত্রে। সংগঠনের শক্তি বাড়াতে বঙ্গ বিজেপির ভরসা গুজরাত মডেল। বর্তমানে এ রাজ্যে  সংগঠনে বুথ কমিটির উপরে রয়েছে শক্তিকেন্দ্র ও মণ্ডল কমিটি। তার উপরে রয়েছে জেলা কমিটি। এর মাঝে আরও দুটি স্তর তৈরির আলোচনা চলছে পদ্মশিবিরে।

advertisement

আরও পড়ুন : নীতি আয়োগের বৈঠকেও 'বকেয়া' ইস্যুতে সোচ্চার মুখ্যমন্ত্রী! জাতীয় শিক্ষানীতি নিয়েও দিলেন ঝাঁঝালো তরজা

৭টি বুথ নিয়ে তৈরি হয় একটি শক্তি কেন্দ্র। বাংলায় বুথ কমিটি প্রায় ৭০ হাজার। এই বুথ কমিটির উপরে রয়েছে মণ্ডল কমিটি। সূত্রের খবর, বিজেপি চাইছে মণ্ডল কমিটির নীচে থাকবে অঞ্চল কমিটি। পুর এলাকায় যার নাম হবে ওয়ার্ড কমিটি। এছাড়া নতুন কাঠামোয় জেলা কমিটির নীচে প্রতিটি ব্লকে থাকবে একটি করে কমিটি। ৪২টি জেলা কমিটির অধীনে এ রকম ৩৪১টি ব্লক স্তরের কমিটি থাকবে। ব্লক স্তরের কমিটির মাথায় একজন করে কনভেনার থাকবেন।

advertisement

আরও পড়ুন : হাতে জাতীয় পতাকা! অর্জুনের গড়ে 'তেরঙ্গা যাত্রায়' শুভেন্দু অধিকারী, স্লোগানে বললেন...

সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাক্ষাত করেছেন অমিত শাহ থেকে নাড্ডার সঙ্গে। সুকান্ত মজুমদারও দরবার করেছেন দিল্লির নেতাদের কাছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার শেষ বঙ্গ সফরেও সংগঠনের দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এই সাংগঠনিক দুর্বলতা দূর করতে এবার কাঠামো বদলের পথে বিজেপি।

advertisement

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শুধু গুজরাত কেন, যে সাংগঠনিক কাঠামোয় দেশের অন্যান্য রাজ্যে বিজেপি ভাল ফল করেছে, সেই মডেল এ রাজ্যের সংগঠন মজবুত করার লক্ষ্যে ব্যবহার করা হবে'।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive || Bengal BJP: পাখির চোখ 'চব্বিশ'! বঙ্গ বিজেপিতে এবার 'গুজরাত মডেল', বড় সিদ্ধান্তের পথে নেতৃত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল