TRENDING:

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি! ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল, সরকার ও শাসকদলকে তীব্র নিশানা বঙ্গ বিজেপির 

Last Updated:

বিজেপি শিবিরের দাবি, 'আমরা চাই কীভাবে এবং কাদের মাধ্যমে অযোগ্যরা চাকরি পেয়েছিল সে ব্যাপারেও প্রয়োজনীয় তদন্ত হওয়া প্রয়োজন। আমরা নিশ্চিত বেআইনি সমস্ত নিয়োগের ক্ষেত্রেই রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা সরাসরি জড়িত।' 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে সরকারকে ফের তীব্র ভাষায় আক্রমণ শানালো বঙ্গ বিজেপি। রেশন বণ্টন ও একাধিক দুর্নীতি ইস্যুতে যখন শোরগোল রাজ্য রাজনীতি, ঠিক তখনই টেট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও চাকরি করছিলেন অযোগ্য ৯৪ জন শিক্ষক। শেষমেষ যাদের চাকরি গেল হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টের নির্দেশের পরপরই পর্ষদ অবশেষে সেই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল ঘোষণা করল। আর এ নিয়েই ফের বঙ্গ পদ্ম শিবিরের নিশানায় তৃণমূল সরকার।
কড়া আক্রমণ বিজেপির, প্রতীকী ছবি
কড়া আক্রমণ বিজেপির, প্রতীকী ছবি
advertisement

বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘ তৃণমূল সরকার সব নিয়োগের ক্ষেত্রেই  অযোগ্য এবং অশিক্ষিতদেরই স্বীকৃতি দিয়েছে। এই সরকার কাটমানির সরকার। আদালতের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ধীরে ধীরে সব নিয়োগের ক্ষেত্রেই অযোগ্যরা ধরা পড়বে বলে আমরা আশাবাদী।’ পাশাপাশি বিজেপি শিবির বলছে, ‘ আমরা চাই কীভাবে এবং কাদের মাধ্যমে অযোগ্যরা চাকরি পেয়েছিল সে ব্যাপারেও প্রয়োজনীয় তদন্ত হওয়া প্রয়োজন। আমরা নিশ্চিত বেআইনি সমস্ত নিয়োগের ক্ষেত্রেই রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা সরাসরি জড়িত।’

advertisement

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে বদল!ভাঙবে উইনিং কম্বিনেশন?রইল সম্ভাব্য একাদশ

নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এ বার চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের চাকরি বাতিল করল এ বার প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪-এর টেট এবং ২০১৬-এর নিয়োগ হওয়া এই শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশিকা গতকাল রাতেই চিঠি দিয়ে জানানো হল বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে এই শিক্ষকরা টেট ছাড়াই শিক্ষকতার কাজ করছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সিবিআইকে গোটা বিষয়টি দেখতে বলা হয়। এর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই চাকরিপ্রার্থীদের ডেকে পাঠিয়ে তদন্ত শুরু করে। ওই চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা না দিতে পারায় তাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল পর্ষদ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Recruitment Scam: নিয়োগ দুর্নীতি! ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল, সরকার ও শাসকদলকে তীব্র নিশানা বঙ্গ বিজেপির 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল