TRENDING:

লক্ষ্য ২৪, বাংলার ৪২ ইনচার্জ, সর্বভারতীয় স্তরেও সাত মোর্চায় নতুন ইনচার্জ পদ্ম শিবিরের

Last Updated:

এবার সর্বভারতীয় স্তরে বিজেপির সাত মোর্চার ইনচার্জদের নামের নতুন তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা ভোটের আগে মোর্চার কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে পরিবর্তন করল গেরুয়া শিবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অনুমোদনপ্রাপ্ত বঙ্গ বিজেপি ৪২ টি কেন্দ্রের ইনচার্জদের নাম আগেই ঘোষনা করেছিল। এবার সর্বভারতীয় স্তরে বিজেপির সাত মোর্চার ইনচার্জদের নামের নতুন তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা ভোটের আগে মোর্চার কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে পরিবর্তন করল গেরুয়া শিবির। তবে কি কারণে এই পরিবর্তন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
লক্ষ্য ২৪, বাংলার ৪২ ইনচার্জ, সর্বভারতীয় স্তরেও সাত মোর্চায় নতুন ইনচার্জ পদ্ম শিবিরের
লক্ষ্য ২৪, বাংলার ৪২ ইনচার্জ, সর্বভারতীয় স্তরেও সাত মোর্চায় নতুন ইনচার্জ পদ্ম শিবিরের
advertisement

আরও পড়ুন– দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি ও উত্তরে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা, বাড়বে তাপমাত্রাও

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে সর্বভারতীয় স্তরে বিজেপির সাতটি মোর্চার দায়িত্বে নতুন কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হল। লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপির সাত কেন্দ্রীয় নেতারাই এবার থেকে গোটা দেশের মোর্চার কাজের তদারকি করবেন। সর্বভারতীয় স্তরে বিজেপির মোট সাতটি মোর্চা রয়েছে। যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, সংখ্যালঘু মোর্চা, এস সি মোর্চা, এস টি মোর্চা, ওবিসি মোর্চা এবং মাইনোরিটি মোর্চা। সর্বভারতীয় স্তরে সেই মোর্চা নেতৃত্বেই এই পরিবর্তন ঘটানো হল।

advertisement

আরও পড়ুন– মীন রাশি; দেখে নিন চলতি বছরে আপনার রাশিফল নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

সর্বভারতীয় স্তরে সাত মোর্চা নেতৃত্বের যে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে তাতে যুব মোর্চার দায়িত্ব সুনীল বনসল, মহিলা মোর্চার দায়িত্বে বৈজয়ন্ত জয় পান্ডা, কিষাণ মোর্চার দায়িত্বে বন্দী সঞ্জয় কুমার, এসসি মোর্চার তরুণ চুঙগ, এসটি মোর্চার রাধামোহন দাস আগরওয়াল, ওবিসি মোর্চার বিনোদ তাওডে, এবং মাইনরিটি মোর্চার নতুন ইনচার্জ করা হল দুষ্মন্ত কুমার গৌতমকে। লোকসভা ভোটের আগে পদ্ম শিবিরের মোর্চা বাহিনীকে আরও সক্রিয় করতেই এই রদবদল বলে বিজেপি সূত্রের খবর। এদিকে গত মাসের ৩০ তারিখ রাজ্য বিজেপি ৪২টি লোকসভা কেন্দ্রকে মাথায় রেখে যে ইনচার্জদের তালিকা প্রকাশ করেছে তাতে একদিকে সংগঠনকে মজবুত করার পাশাপাশি ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রায় বিভিন্ন সংগঠনিক বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে বঙ্গ পদ্ম শিবির সূত্রের খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্য ২৪, বাংলার ৪২ ইনচার্জ, সর্বভারতীয় স্তরেও সাত মোর্চায় নতুন ইনচার্জ পদ্ম শিবিরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল