এ দিন ভোরেই একটি বাড়িতে কালী পুজো সেরে নিজের বেলঘড়িয়ার নন্দননগর এলাকায় বাড়িতে ফিরছিলেন ওই নিরুপম পাল নামে ওই অঙ্কন শিক্ষক৷ ফেরার সময় রাস্তার উপরে কয়েকজন তরুণ-তরুণীকে মদ্যপান করতে দেখেন তিনি৷ অভিযোগ, এর পরই নিরুপমবাবুকে বেধড়ক মারধর করতে শুরু করে অভিযুক্ত তরুণ-তরুণীরা৷ চড়, থাপ্পড় থেকে শুরু করে কিল, ঘুসি কোনও কিছুই বাদ যায়নি৷ গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি-তে৷ এর পরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে প্রতিবাদ করতেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায়৷
advertisement
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ একজন শিক্ষককে এ ভাবে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর৷ বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত শিক্ষকের পরিবার৷ ঘটনার পরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করে বেলঘড়িয়া থানার পুলিশ৷
তল্লাশি শুরুর কিছুক্ষণের মধ্যেই এক তরুণী সহ চার জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের নাম মদিরা মুখোপাধ্যায়, জয়, অভয় এবং পাপাই৷ ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিশ৷
এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত আক্রান্ত শিক্ষক নিরুপম পাল এবং তাঁর পরিবার৷ এলাকার কাউন্সিলর তপন আচার্যের দাবি, এর আগেও এলাকায় কিছু যুবক-যুবতী রাস্তার উপরে এ ভাবে মদ্যপান করত৷ তাঁর হস্তক্ষেপে ওই যুবক-যুবতীদের এলাকা থেকে বের করে দেওয়া হয়৷ যদিও স্থানীয় সিপিএম এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দলের প্রশ্রয়েই এলাকায় অসামাজিক কাজকর্ম দিন দিন বাড়ছে৷