TRENDING:

Belgharia Teacher Harassment: প্রতিবাদী শিক্ষককে রাস্তায় ঘিরে ধরে মার! বেলঘড়িয়া কাণ্ডে পুলিশের জালে এক তরুণী সহ ৪

Last Updated:

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ একজন শিক্ষককে এ ভাবে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে, বেলঘড়িয়া: বেলঘড়িয়ায় শিক্ষককে মারধরের ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে৷ বেলঘড়িয়া সংলগ্ন নিমতা এলাকা থেকেই প্রত্যেককে গ্রেফতার করা হয়৷
বেলঘড়িয়ায় রাস্তার উপরে শিক্ষককে মার (বাঁদিকে)৷ শিক্ষককে হেনস্থায় ধৃত মাদিরা মুখোপাধ্যায়৷
বেলঘড়িয়ায় রাস্তার উপরে শিক্ষককে মার (বাঁদিকে)৷ শিক্ষককে হেনস্থায় ধৃত মাদিরা মুখোপাধ্যায়৷
advertisement

এ দিন ভোরেই একটি বাড়িতে কালী পুজো সেরে নিজের বেলঘড়িয়ার নন্দননগর এলাকায় বাড়িতে ফিরছিলেন ওই নিরুপম পাল নামে ওই অঙ্কন শিক্ষক৷ ফেরার সময় রাস্তার উপরে কয়েকজন তরুণ-তরুণীকে মদ্যপান করতে দেখেন তিনি৷ অভিযোগ, এর পরই নিরুপমবাবুকে বেধড়ক মারধর করতে শুরু করে অভিযুক্ত তরুণ-তরুণীরা৷ চড়, থাপ্পড় থেকে শুরু করে কিল, ঘুসি কোনও কিছুই বাদ যায়নি৷ গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি-তে৷ এর পরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে প্রতিবাদ করতেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায়৷

advertisement

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ একজন শিক্ষককে এ ভাবে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর৷ বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত শিক্ষকের পরিবার৷ ঘটনার পরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করে বেলঘড়িয়া থানার পুলিশ৷

তল্লাশি শুরুর কিছুক্ষণের মধ্যেই এক তরুণী সহ চার জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের নাম মদিরা মুখোপাধ্যায়, জয়, অভয় এবং পাপাই৷ ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিওয়ালির আগে সস্তায় মিলছে টেরাকোটার আইটেম! কী কী পাওয়া যাচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে জানুন
আরও দেখুন

এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত আক্রান্ত শিক্ষক নিরুপম পাল এবং তাঁর পরিবার৷ এলাকার কাউন্সিলর তপন আচার্যের দাবি, এর আগেও এলাকায় কিছু যুবক-যুবতী রাস্তার উপরে এ ভাবে মদ্যপান করত৷ তাঁর হস্তক্ষেপে ওই যুবক-যুবতীদের এলাকা থেকে বের করে দেওয়া হয়৷ যদিও স্থানীয় সিপিএম এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দলের প্রশ্রয়েই এলাকায় অসামাজিক কাজকর্ম দিন দিন বাড়ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Belgharia Teacher Harassment: প্রতিবাদী শিক্ষককে রাস্তায় ঘিরে ধরে মার! বেলঘড়িয়া কাণ্ডে পুলিশের জালে এক তরুণী সহ ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল