বেলেঘাটায় মায়ের হাতে খুন শিশুকন্যা। কেন নিজের শিশুকে খুন করলেন মা? কীভাবে খুনের পরিকল্পনা করা হয়? জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। হরিয়ানার যুবকের সঙ্গে মহিলার সম্পর্কের পরিণতিতেই কি খুন শিশুকন্যা? দুজনের মধ্যে কী সম্পর্ক? শিশুকন্যা খুনে হরিয়ানার ওই যুবকের কী আদৌ কোনও ভূমিকা আছে? এনিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে মৃত শিশুর বাবার পরিচয় জানতে শিশুর ডিএনএ পরীক্ষারও সিদ্ধান্ত হয়েছে ৷
advertisement
পুলিশ দফায় দফায় জেরা করলেও খুনের ব্যাপারে মুখে কুলুপ এঁটে ছিলেন সন্ধ্যা মালো। তখন কাজে লাগানো হয় এক মহিলা পুলিশকর্মীকে। তাঁর কাছেই খুনের কথা মেনে নেন অভিযুক্ত। নিখুঁত পরিকল্পনা করে আড়াই মাসের শিশুকে খুন করেন মা। খুনের পর শিশুর নিথর দেহ ম্যানহোলে ফেলেন মা ৷ ম্যানহোল খোলার আওয়াজ ঢাকতেও নেওয়া হয় বিশেষ কৌশল ৷ জলের পাম্প চলার সময় ম্যানহোলে দেহ ফেলা হয় ৷ তাই ম্যানহোল খোলার আওয়াজ পাননি প্রতিবেশীরা ৷ মঙ্গলবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। বেলেঘাটায় শিশু খুনের তদন্তে হরিয়ানার যুবককেও জেরা করবে পুলিশ।