বেহালা কাণ্ডের পর বাহিনী নিয়ে তৎপর লালবাজার। সমস্ত ডিভিশন থানাতে লালবাজারের নির্দেশিকা পাঠানো হয়। নির্দেশিকায় বলা হয়েছে–
১) থানায় যেন সবসময় হয় ওসি কিংবা অতিরিক্ত ওসিকে পাওয়া যায়।
২) কলকাতা পুলিশের প্রতিটি ইউনিট (থানা, ব্যারাক, ডিভিশন-সহ সমস্ত ইউনিট)-এ মোট ফোর্সের ২৫ শতাংশ থাকা বাধ্যতামূলক এবং তা সুনিশ্চিত করতে হবে প্রতিদিন। বিশেষ করে রাতে এই ফোর্স থাকা বাধ্যতামূলক।
advertisement
৩) আইন শৃঙখলা পরিস্থিতিতে অতিরিক্ত কমিশনার, ওসি এবং কন্ট্রোল রুম ফোর্স মোতায়েন করবে। মোতায়েন করতে হবে পর্যাপ্ত মহিলা বাহিনী।
৪) ডিসি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা নজরদারি রাখবেন
সাধারণত থানাতে মধ্যরাত পর্যন্ত ওসি অথবা অতিরিক্ত ওসি উপস্থিত থাকেন। কারণ ২০১৯ সালে ময়দান থানা এলাকায় রাতে এক মহিলার শ্লীলতাহানির ঘটনার পর কোন থানা অভিযোগ নেবে, এই নিয়ে টালবাহানা হয়েছিল। তারপরই তৎকালীন পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছিলেন, মধ্যরাত পর্যন্ত ওসি অথবা অতিরিক্ত ওসিকে থানায় থাকতে হবে।